| 25 এপ্রিল 2024
Categories
এই দিনে সঙ্গীত

এইদিনে: গানে মোর কোন ইন্দ্রধনু । সংগ্রামী লাহিড়ী

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

গানের ইন্দ্রধনু যাঁর গলায় রং ছড়ায়সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন আজঅক্টোবরের চার তারিখ। সেই ইন্দ্রধনুর রঙেই রাঙিয়ে নিলাম কালিকলমমন। ‘গানে মোর কোন ইন্দ্রধনু’ – গানটি গেয়েছি নিজের গলায়।

এ কাহিনীর শুরু রবিবার সকালে। রবিবার মানেই গানের দিন। কোন ছোট্টবেলা থেকে সেই ট্র্যাডিশন সমানে চলছে। পঁচানব্বইয়ের তরুণ সঙ্গীতাচার্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় ঘড়ি ধরে ফোনে এলেন। অতি উৎসাহী ছাত্রী গুরুকে মুখ খোলবারই সুযোগ দিল না।

সন্ধ্যা মুখার্জির জন্মদিন আগামীকালসোমবার।

সঙ্গীতাচার্য সচকিত, “তাই নাকিআহাকী গলা!”

আমি উৎসাহিত এবার। বিশাল ভান্ডার থেকে দুটি মণিমাণিক্য যদি কুড়িয়ে নেওয়া যায়।

বয়সে আপনার থেকে কয়েক বছরের ছোটই হবেন। একানব্বইয়ে পড়লেন।

আমি তখন স্কটিশে পড়িবুঝলিথার্ড ইয়ার আমার। ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হল উৎপলা। উৎপলা ঘোষ। কিছুদিনের মধ্যেই সুধীরলাল চক্রবর্তীর সুরে গানের রেকর্ড বেরোল তার। এক হাতে মোর পূজার থালা আরেক হাতে মালা। মিষ্টি গলা। রাতারাতি বিখ্যাত হয়ে গেল সে।

অমূল্য ঝাঁপিটি খুলছে আস্তে আস্তে। খুলুক। আমি শুনতে থাকি।

তার দুতিন বছরেই আমরা চমকে উঠলাম আরেকটি মেয়ের গানে। কী অসামান্য গলাটোনাল কোয়ালিটিএমনটি কেউ কোনোদিন শোনেনি। কী আবেদনইমোশন তার গানেদুটো গানের একটা রেকর্ড বেরোল HMV থেকে। একদিকে ‘তুমি ফিরায়ে দিয়ে যারে’অন্যদিকে ‘তোমারো আকাশে ঝিলমিল করে চাঁদের আলো।’ একেবারে ভাসিয়ে নিল সবাইকে।

সন্ধ্যা মুখোপাধ্যায়?” আমি আস্তে বলি।

হ্যাঁ রেসেই কথাই তো বলছি। সন্ধ্যার বাংলা গান ছিল একটা ফেনোমেননমানে একটা সত্যিকারের ঘটনা। অমন স্বর্ণকন্ঠী আর হবে না। সে সময়ের সবাইকে মনে রেখেই বলছি। কত গুণী গায়িকার সমারোহ তখন। উৎপলা ঘোষের কথা তো বললামই। আলপনা বন্দ্যোপাধ্যায় ভালো গাইছেন। গীতা দত্তও সমসাময়িক। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় কী যেন ছিলসে একেবারে সটান শ্রোতার মনে গেঁথে যায়।

দেখা হয়েছিলকাকুসন্ধ্যা মুখোপাধ্যায় অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে প্রথম হয়েছিলেন। আপনিও তো তাই।

না নাউনি আমার অনেক পরে এসেছেন। উনিশশো পয়ঁত্রিশছত্রিশ আর সাঁইত্রিশ সালে আমি অল বেঙ্গলে প্রথম হই।

সন্ধ্যা মুখোপাধ্যায় গাইলেন উনিশশো তেতাল্লিশ সালে।” আমি চটপট যোগ করি। নিজেই বলেছেনতাঁর মেজদা হারমোনিয়াম সঙ্গত করলেন। অল বেঙ্গলে ভজনে ফার্স্ট হলেন। তারপর উনিশশো ছেচল্লিশ সালে ‘গীতশ্রী’ পরীক্ষা। সেখানেও ফার্স্ট। তারপর থেকে সবরকমের গান গাইতে লাগলেন। লোকগানরবীন্দ্রসঙ্গীতনজরুলগীতি তো আছেইতাছাড়াও উচ্চাঙ্গ সংগীত। খেয়াল ঠুংরি।

দাঁড়াদাঁড়াএকটু সবুর কর। খেয়াল ঠুংরি বললিতাই না?”

হ্যাঁ হ্যাঁএখনো মনে আছে ছোটবেলায় রেডিওতে রাত নটার প্রাইম স্লটে সন্ধ্যা মুখার্জির খেয়াল শোনার জন্যে সে কী অধীর আগ্রহে অপেক্ষাবড়ে গোলাম আলির কাছে রীতিমত গান্ডা বেঁধে শিখেছেন।

সে কি আর আমি জানি না?” ধমকে দিলেন। সেই গল্পই তো শোনাবো তোকে। শোনজ্ঞানবাবুর (জ্ঞানপ্রকাশ ঘোষডিকসন লেনের বাড়িতে একদিন গেছি কী একটা কাজে। উনি বেরিয়ে এসে কথা বলছেন। হঠাৎ কানে এল সুরএকেবারে ঐশ্বরিক গলার আওয়াজ। চমকে গিয়ে বললাম, ‘খাঁ সাহেবের গলা না?’ জ্ঞানবাবু স্বীকার করলেনতিনিই। আমি তখন সম্মোহিতঅনুরোধ করলাম, ‘একটু শুনতে পাই নে?'” সঙ্গীতাচার্য থামলেন।

বড়ে গোলাম আলিতিনি তো ডিকসন লেনে এসে থাকতেন। শুনতে পেলেন তাঁকে?” আমি অধৈর্য।

সঙ্গীতাচার্য স্মৃতিচারণ করছেন, “জ্ঞানবাবু বললেন, ‘আসুনআমার সঙ্গে গেলে কিছু বলবেন না।‘ গেলাম গানের ঘরে। দেখি সুরমণ্ডল হাতে বসে আছেন বড়ে গোলাম আলি খাঁ। পায়ের কাছে দুই শিষ্যাসন্ধ্যা মুখোপাধ্যায় ও মীরা বন্দ্যোপাধ্যায়। গুণকেলি রাগের তালিম চলছে। খাঁ সাহেব গাইছেনশুনে শুনে তুলে নিচ্ছেন শিষ্যারা। কিছুক্ষণ কাটল। খাঁ সাহেব একটু বিরতি নিলেন। হাতের সুরমণ্ডলে টুং টাং সুর বাজছে। হঠাৎ…”

হঠাৎ কী?” উত্তেজনায় দমবন্ধ করে আছি।

বলাকওয়া নেইধরে দিলেন, ‘আয়ে না বালমক্যা করু সজনি…’ আমরা মন্ত্রমুগ্ধ। ভাষা হারিয়ে গেছে সবার। মনে হল যেন সংগীতের ঈশ্বর নেমে এলেন আমার সামনে। সংগীতের কোন স্তরে পৌঁছলে তবেই এমন গাওয়া যায়এ গান শেখা যায় নাশুধু চুপ করে বসে শুনতে হয়।” চুপ করলেন তিনি।

সে গানই তো সন্ধ্যা মুখার্জি গাইলেন বাংলায়মুনাব্বর আলির তদারকিতে। ‘আসে না প্রীতমকী করি সজনি।’ বড়ে গোলাম আলি খাঁ সাহেবের অনেকগুলো ঠুংরিই বাংলায় গেয়েছিলেন। এখনো কানে লেগে আছে।” আমি বলি।

সঙ্গীতাচার্য নীরব। হারিয়ে গেছেন গানে গানে। তাঁকে অব্যাহতি দিই। সাধ হয় সেই বাংলা ঠুংরিখানি গাইতে। গেয়ে তার লিংক দিলাম নিচে।

এবার জননীকে ধরা যাক। তিনিও তিরাশি। সন্ধ্যা মুখার্জির গান শুনে ও হারমোনিয়াম বাজিয়ে গেয়ে যৌবন কাটিয়েছেন।

প্রথম কথাটাই বললেন, “আমরা তো সন্ধ্যা মুখোপাধ্যায় বলতে অজ্ঞান ছিলাম রে। মধুর চেয়েও মিষ্টি গলাসেই সঙ্গে সূক্ষ্ম গলার কাজপ্লেব্যাক গানের রানি ছিলেন। তখন তো সিনেমা দেখতেই যেতাম তাঁর গান শুনব বলে। সুচিত্রা সেনের লিপে সন্ধ্যার গান। অগ্নিপরীক্ষাসপ্তপদীউফসে কি ভোলার?”

অগ্নিপরীক্ষা যেন কতবার দেখেছিলে মাসাত বার না?” লঘুকণ্ঠে শুধোই। জননী এ গল্প আমায় নিজে করেছেন।

কান দিলেন না। আহাএখনো সব ভুলে যাইযখনই কানে আসে, ‘গানে মোর কোন ইন্দ্রধনুআজ স্বপ্ন ছড়াতে চায়হৃদয় ভরাতে চায়…'” জননীও চুপ করলেন। মুখে আর কথাটি নেই।

সন্ধ্যা মুখার্জি সবাইকে চুপ করিয়ে দেন। সব কথাসব অনুভূতি হারিয়ে যায় তাঁর কণ্ঠলাবণ্যেতাঁর গানের আবেদনে। আজ একানব্বইতম জন্মদিনে সেই নিরহংকারীব্যক্তিত্বময়ীগায়ে আঁচল জড়িয়ে গাইতে বসা সাদাসিধে চেহারার গীতশ্রীর পায়ে রেখে দিলাম একটি প্রণাম। তাঁর গানের ইন্দ্রধনু স্বপ্ন ছড়াবেহৃদয় ভরাবে আরো আরো অনেক দিনপ্রজন্মের পর প্রজন্ম ধরে। তাই এই গানটি দিয়েই আমার গঙ্গাজলে গঙ্গাপূজা।

 

 

 

ঋণস্বীকারসঙ্গীতাচার্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়শ্রীমতী সন্ধ্যা চট্টোপাধ্যায়

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত