| 19 এপ্রিল 2024
Categories
ক্রিকেট খবরিয়া খেলাধুলা

সাঙ্গাকারার চোখে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

লিটন-সাব্বিরকে বাদ দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ প্রকাশ করেছে শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা। চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। এই ১৫ জনের মধ্যে মাঠে নামবেন কোন ১১ জন? সেই প্রশ্নে শ্রীলঙ্কান এই কিংবদন্তি প্রকাশ করেছেন তার পছন্দের একাদশ।

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে টাইগারদের বিষয়ে সাঙ্গাকারা বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দল যেভাবে খেলছে তা প্রশংসার যোগ্য। মাশরাফি-সাকিবরা আইসিসি ইভেন্টগুলোতে ক্রমাগত ভালো করে আসছে।’

তিনি বলেন, ‘শ্রীলংকার মাটিতে টেস্ট ও ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই নিজের করে নিতে মরিয়া হয়ে ওঠে তারা। এই জয়ের মানসিকতাই তাদের সাফল্য এনে দিবে। আমার বিশ্বাস সে দিন বেশি দূরে নয় যে, বাংলাদেশ বড় কোনো শিরোপা তাদের ঘরে নিয়ে যাবে।’

এ সময় সাঙ্গাকারাকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে সেরা একাদশ বেছে নিতে বলা হয়। তিনি সেখানে অবশ্যই বাংলাদেশ দলের পঞ্চপাণ্ডবকে রাখেন। তাদের হাতেই তুলে দেন ব্যাটিংয়ের গুরু দায়িত্ব। বোলিংয়ের ক্ষেত্রে ইংলিশ কন্ডিশনে চারজন পেসার পছন্দ সাঙ্গাকারার।

স্পিনার হিসাবে সাকিবের পর মেহেদি হাসান মিরাজকে রেখেছেন তিনি। বাদ দিয়েছেন সাব্বির রহমানকে। ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী হিসাবে সৌম্য সরকারকে পছন্দ সাঙ্গার। লিটন দাসকে বাদ পড়েছে একাদশ থেকে।

চার পেসারের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানের পর পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বেশ পছন্দ সাঙ্গাকারার।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষেই ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ইংলিশ কন্ডিশনে যে নিজেদের মানিয়ে নেয়ার কাজটুকু করে নিচ্ছেন তা জানান দিয়েছেন।

সাঙ্গাকারার চোখে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত