| 20 এপ্রিল 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

কাঞ্জিটা খেতে চাই

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

প্রাণ যায় যাক তবু লড়ে যাবে পাঞ্জা
ম্যাড়মেড়ে মনটিতে ঘষে দিও পাঞ্জা ৷

পাঞ্জাবি পরে তুমি যেতে পার গঞ্জে
ঢিলেঢালা পায়জামা, টুপিটা কি স্পঞ্জের ?

কী জানি ! অবাক হয়ে গোপীনাথ ভঞ্জ
বললেন — আমি ভাই, নই খোঁড়া-খঞ্জ ৷

যদিও দণ্ড হাতে হেঁটে রোজ বিকেলে—
ভোজপুরি গান গাই, খোঁজ করি কী খেলে

গায়ে বেশ বল হবে — ছাড়বো এ-যষ্ঠি,
বৃদ্ধজীবনে চাই শান্তি ও স্বস্তি ৷

প্রাণ যায় যাক তবু লড়ে যাব পাঞ্জা,
কাঞ্জিটা খেতে চাই — তাড়াতাড়ি আন্ যা ৷

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত