| 14 ডিসেম্বর 2024
Categories
সংস্কৃতি সংবাদ

শালুক সাহিত্যসন্ধ্যা প্রতিস্রোত আজ পাঠক সমাবেশে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

এটি কোনো সাধারণ অনুষ্ঠান নয়। যেমনটা হয়, একটি পত্রিকা প্রকাশ করলাম আর এর প্রকাশনা উৎসব করলাম বা এর লেখকেরা একসঙ্গে হয়ে আড্ডা আর হালকা বক্তৃতা দিয়ে অনুষ্ঠান শেষ করলাম। এটি হলো লিটিল ম্যাগ সংক্রান্ত ‍অনুষ্ঠান। আমরা জানি লিটিল ম্যাগ হচ্ছে সাহিত্যের প্রাণস্পন্দন, লিটিল ম্যাগের লেখকেরাই নানান পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে সাহিত্যে প্রাণসঞ্চার করেন। এতে নতুন নতুন লেখকের আবির্ভাব ঘটে। নতুন ধরনের লেখার সঙ্গে পরিচিত হই আমরা। নির্মাণ করে ভবিষ্যতের লেখকদের। এখন তো বাংলাদেশে লিটিল ম্যাগ ধরনের অনেক পত্রিকাই প্রকাশিত হয়, কিন্তু লিটিল ম্যাগ নিয়ে তাদের কোনো ভাবনা আছে বলে মনে হয় না। কিন্তু শালুক পত্রিকার সম্পাদক কবি ওবায়েদ আকাশ তাদের মধ্যে নিঃসন্দেহে ব্যতিক্রম। শুধু নিজের পত্রিকাকে ঘিরে অনুষ্ঠান নয়, সামগ্রিকভাবে লিটিল ম্যাগ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। সেরকম একটি মহতী আয়োজনটি  দুপুর দুটো থেকে শুরু হবে শাহবাগে অবস্থিত পাঠক সমাবেশে। প্রবন্ধ পাঠ, এবছর বাংলাদেশে প্রকাশিত দশটি বই নিয়ে আলোচনা দিয়ে প্রথম আয়োজন শেষে শুরু হবে দ্বিতীয় আয়োজন অভিজ্ঞতা ও লিটিল ম্যাগ নিয়ে কথা বলবেন ভারতীয় দুই অতিথি গৌতম গুহ রায় ও সন্দীপন ধর। তারপর গল্পপাঠ ও কবিতা পাঠের মধ্যে সমাপ্তি টানবে অনুষ্ঠানটি।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত