Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,Shamim Azad bangla kobita

ইরাবতী সাহিত্য: শামীম আজাদের একগুচ্ছ কবিতা

Reading Time: < 1 minute
আগস্ট ও আপেল
আজ চমকে উঠে দেখি, গত তিন বছর ধরে এই আগস্ট মাসেই আপেল ফল কী একটা তরুৎতুরুৎ তেলেসমাতি চালিয়ে যাচ্ছে আমার উপর।প্রায় একই সময়ে একটি আপেল কবিতা লিখেছি এবং পোস্টকরেছি
শামীম আজাদ পুরাই পাগল না হয় কবি না হয় পরী!  আজ তিনটাই দিলাম ২০২১২০১৯।আপনার ইচ্ছা হলে পেছন থেকে সামনেও হাঁটতে পারেন।
Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,read bengali kobita tanya kamrun nahar

অবশিষ্ট

কুলিঙ্গীতে কিছু চুম্বন

লুকিয়ে রেখেছিলাম 

সুদে আসলে নিয়েছো তা তুলে

এমন কিছু না,

তা দিয়ে হয়তো বা এক টুকরো 

ত্যানা হতে পারতো 

মুছতে পারতাম

এক বিন্দু স্বেদ অথবা বিভ্রম

এই আগস্টে আমার জন্য 

গায়ে রইলো শুধু সিঁদকাটা শ্রম।

রাতবইছো তুমি নৃত্বাত্তিক নদী 

পৃথিবীর প্রাচীন হাতের মুঠো থেকে নেয়া আপেল বাসী হলে তার নির্যাস যেমন

আত্মহুতি বেদাত বিবেচনায়

তোমার রক্তচক্ষু হ্রদে এই ভাসাভাসি।

হে অনুন্নত আনএ্যানিমেটেড রাত 

তোমার বাজুবন্দে তবু বান্ধি 

 অপুষ্ট রাখি 

কবিগাগল  রী ছাড়া 

তুমি আর হয়োনা কাহারো।

হলেই না হয় একটু গদাই লস্কর

তবু তুমিই যে আমার অপ্রতিরোধ্য 

একমাত্র এ্যালক্যামি।

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,bangla-kobita-by-krishna-malik/

 

 

বিরতি

বিলেতের এদিকটায় এখন বিকেল 

আগস্টের বাসী আকাশ থেকে 

আপেল ঝরে পড়ছে 

বহুদিন ধরে সিথানে সভ্যতা

আর বাজুবন্দে উল্কার ঘাম  

পরাজয় নিয়ে বসে আছি –

 বিধুরকালে 

ঠোঁটের আঁকে  যদি একটিও 

প্রজাপতি পেয়ে যাই!

মৃত্যুর চেয়ে মর্মান্তিক সময় এখন

অন্ধকারের অধিক অন্ধকারে

ঘড়িগুলো অবাধ্য অবোধ্য 

অসভ্যের মত ছুটছে।

ওরে ঘড়ি এই ঘাগুকালে 

চারদিক না দেখে শুনে এমন করে

কেবল বরাবরের পলকা বলের মত 

ছুটলে কি চলবে?

দেশে বৈদেশে কোভিডের চেয়েও 

মারাত্মক পয়মালদের পরম্পরা 

পাল্লা দিচ্ছে

 আর ভাল লাগে না রে

একটু বিরতি নে বাপ!

আমি হাড় খুলে নিদ্রা যাই

ভাদর ভাঁপানো ঘ্রাণে

সূর্য চমকিত হবার আগে 

তোর রাঙা বাহুমূলে।

পরম গরম ঘামকণা লয়ে

স্মৃতিপেটে জলিষ্ণু জামালপুরে

একটু জিরাই,

দে তোর ঊষামুখী হাত

বানহীন বানে ভেসে যেতে যেতে 

ভাসিয়ে দিই আমাদের দ্বিখন্ডিত বিবেক।’  

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

হাউজ এ্যারেস্ট

আসন্ন শীতের মাজেজায় এই যে

তখন আগষ্টের বাসী আকাশ থেকে 

অবশিষ্ট আপেল ফেটে পড়ে মাটিতে 

পাতার পাঁজর মটমট করে

অনতিদূরে তুষারকাফনের 

সাদা চৌরাস্তা দোলে

যেন পরিবর্তিত পরিবেশে 

তাদেরই দাবী সবচেয়ে বেশি।

আমরা সবাই আঁচ করতে পারিঃ

আজ থেকে 

আর কোন প্যানাল্টিবিহীন 

পার্কিং হবে না,

আলোয় আলোয় উড়বে না 

বেনীখোলা রোদ।

তুমিও চলে যাবে , যাও।

কন্ঠের কাঁটা তুলে নিলে 

কে আর বসে থাকে!

থাক সকল নিদ্রারতি

আমিও তুলে রাখছি 

তোমার সকল পুরানো তরল।

ভিনটেজ লে

বাসী আপেলেই মারবো কামড়

পান করবো তোমাকেই,

চম্‌কানো চঞ্চুর

সিক্ত টাইফুনে বেঁধে ফেলবো

বাতাসের কোমর।

শীত –নিদ্রার আগেই আটকাবো তাহারে 

ভাবনাভালুকটারে। 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>