শঙ্খচিলঃ ছোট কাগজের স্বপ্ন বড়
শঙ্খচিলের সাথে আমার পরিচয়টা আচমকা। লিটিলম্যাগ নিয়ে একটা লেখা তৈরি করার জন্য লিটিল ম্যাগগুলো খুঁজে খুঁজে পড়ছিলাম। তখনই শঙ্খচিলের সাথে দেখা।
দৈণিকগুলোতে যেসব সাহিত্য আজকাল হচ্ছে সব ভাসা ভাসা। বাংলাদেশের পটভূমিতে সাহিত্যের কোন যুগ তৈরি হয়নি। লিটিলম্যাগ বিপ্লবও সেভাবে বলার মত প্রতিষ্ঠা পায়নি প্রতিষ্ঠানের দৌঁড়ে। এমন এক সংকটকালে শঙ্খচিল কিছু করার প্রত্যয়ে প্রত্যয়ী মনে হয়।
বাংলাদেশে যে কটি লিটিলম্যাগ প্রতিনিধিত্ব করছে তাদের পাশে দাঁড়াতে হলে শঙ্খচিল কে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনটি সংখ্যা বেরিয়েছে এখন পযর্ন্ত যার প্রতিটিই ছাপা, বিষয় বিন্যাসে চমৎকার এবং আভিজাত্যের ছাপ রেখেছে।
লিটিল ম্যাগ হলেও সময় ও পাঠক বদলেছে তাই প্রচার কনসেপ্টও বদলানো উচিত।
শঙ্খচিল নিয়ে আশা বেঁধে রাখা যায়। একটি শূন্য সময়ের দলিল হয়ে থাকবে ইতিহাসের কাছে।
কবি ও কথাসাহিত্যিক। জন্ম ৭ আগস্ট, উত্তরবঙ্গের কোচবিহারে। স্কুল জীবন থেকেই লেখালেখির সূত্রপাত। সম্পাদনা করেছেন বেশ কয়েকটি সাহিত্য পত্রিকা এবং ওয়েবজিন। বর্তমানে ইরাবতী ডেইলি ওয়েবজিনের সাথে যুক্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ : জল ভাঙে জলের ভেতর [২০১১], ঠোঁটে দাও জ্যোৎস্নার বিষ [২০১২], ডুব সাঁতার [২০১৭], নিরুদ্দেশ গাছে সন্ন্যাসীর মুখ [২০১৭]। গল্পগ্রন্থ : কারুময় খামে অচেনা প্রেম [২০১২]। উপন্যাস: ইতি খন্ডিত জীবন [২০২২]। প্রবন্ধ সংকলন: মাটির গন্ধ [২০২২]। সম্পাদনা গ্রন্থ: দুই বাংলার সাম্প্রতিক গল্প [২০২২] ।
শখ বইপড়া, লেখালেখি, ছবিতোলা, গান শোনা ও ভ্রমণ। বেশ কিছু গানও লিখেছেন তিনি।