| 8 সেপ্টেম্বর 2024
Categories
পাঠ প্রতিক্রিয়া

শঙ্খচিলঃ ছোট কাগজের স্বপ্ন বড়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

শঙ্খচিলের সাথে আমার পরিচয়টা আচমকা। লিটিলম্যাগ নিয়ে একটা লেখা তৈরি করার জন্য লিটিল ম্যাগগুলো খুঁজে খুঁজে পড়ছিলাম। তখনই শঙ্খচিলের সাথে দেখা।

দৈণিকগুলোতে যেসব সাহিত্য আজকাল হচ্ছে সব ভাসা ভাসা। বাংলাদেশের পটভূমিতে সাহিত্যের কোন যুগ তৈরি হয়নি। লিটিলম্যাগ বিপ্লবও সেভাবে বলার মত প্রতিষ্ঠা পায়নি প্রতিষ্ঠানের দৌঁড়ে। এমন এক সংকটকালে শঙ্খচিল কিছু করার প্রত্যয়ে প্রত্যয়ী মনে হয়।

বাংলাদেশে যে কটি লিটিলম্যাগ প্রতিনিধিত্ব করছে তাদের পাশে দাঁড়াতে হলে  শঙ্খচিল কে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনটি সংখ্যা বেরিয়েছে এখন পযর্ন্ত যার প্রতিটিই ছাপা, বিষয় বিন্যাসে চমৎকার এবং আভিজাত্যের ছাপ রেখেছে।

লিটিল ম্যাগ হলেও সময় ও পাঠক বদলেছে তাই প্রচার কনসেপ্টও বদলানো উচিত।

শঙ্খচিল নিয়ে আশা বেঁধে রাখা যায়। একটি শূন্য সময়ের দলিল হয়ে থাকবে ইতিহাসের কাছে।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত