শারমিন আহসান বিথি’র ক্যামেরা কাব্য


একটা সূর্য ডোবা নদী থাক,

হয়তো তুমিই পার এই পৃথিবীকে
সবুজাভ ক্রোধে
সবুজ করতে
সমুদ্র ডেকেছে তোমাকে।

মহাশূন্যে আগুন জীবন

ডানায় ডানায় মেলে দেয় রোদ
দিন শেষে
ঘামফুল ঘ্রাণ
নাছোড় স্মৃতির মতো লেগে থাকে,

রৌদ্রের সঞ্চয়গাঁথা খুঁজে দেখে-
বিস্ফারিত অতীত!

সন্ধ্যা নামে

এ শরীর হেঁটে আসে
গভীর অসুখ
