| 19 এপ্রিল 2024
Categories
ফটোগ্রাফি

শারমিন আহসান বিথির ক্যামেরা কাব্য

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
মিথ্যে কথার শহরে

দুটি ছায়া পাশাপাশি শুয়ে থাকে গাঢ় অসুখে

 


ঘুড়ির পায়ে ওড়া বিকালগুলো আর নেই
মেঘেদের সবুজ বারান্দায় সময় দাঁড়ালে
আবছায়া জাগে

 


ঐ পাড়ে শীতলকুচি আকাশ… নিখুঁত ঘুমের ভঙ্গিমা

 


মাথার ভেতর বাজে মেঘরাগ অন্ধ বরষার


আমাদের গল্পে একটা দুধকফি রঙা বিকেল শব্দ থেকে বেরিয়ে উড়তে উড়তে সাইকেল হয়ে যাচ্ছে

 


আমি বাড়ি ফিরে এসেছি… অগোচরে
দূরে… দূরে সরে যাচ্ছে বন্দর
ঝাপসা হয়ে যাচ্ছে গুটিয়ে থাকা পথের রঙ

 

 

 

 

.

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত