Reading Time: 5 minutesশ্যারন ওল্ডস একজন মার্কিন কবি যিনি ১৯৮০ সালে প্রথম স্যানফ্রান্সিসকো পুরষ্কারে ভূষিত হন। তিনিই প্রথম মার্কিন নারী কবি যিনি টি.এস.এলিয়েট পুরষ্কারেও পুরষ্কৃত হন তার কবিতার জন্য। এরপরে ২০১৩ সালে পুলিৎজার পুরষ্কার পেয়ে সবার নজরে আসেন। তবে তার কবিতার বিষয়বস্তু আর তার সাবলীল উপস্থাপনা এসব পুরষ্কার ছাড়াও নজরে নিয়ে আসার যোগ্যতা রাখে। ছোটবেলা থেকেই নানান ধরনের পারিবারিক অত্যাচারের স্বীকার হন মদ্যপ পিতার কারনে। তার কবিতায় তার ব্যক্তিগত জীবন যেভাবে উঠে আসে তা আমাদের জীবনকে সহজেই ছুঁয়ে যায়। পি এইচ ডি ডিগ্রী অর্জন করার পর তিনি সিদ্বান্ত নেন কবিতায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে নিয়ে আসার। পাঠক কিভাবে বিষয়টিকে নেবেন সেটা না ভেবেই।তার ফলেই আমরা তার কাছ থেকে এমন অসাধারন কিছু কবিতা পাই যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি ছোটবেলা থেকেই সাহিত্যানুরাগী ছিলেন। পরবর্তীতে তিনি সৃজনশীল লেখা বিষয়ে শিক্ষকতার সাথে জড়িত থাকেন। বিভিন্ন ধরনের সম্পর্কে লুকোনো দিক, যৌনতা, নারীর প্রতি বৈষম্য প্রভৃতিই তার কবিতার মূল উপজীব্য।
তুমিই আমার প্রথম সন্তান ছিলে সত্যিই।
যখন আমার বোনকে অতিথি কক্ষে নেয়া হলো
তুমি রাতে আমার কাছে আসতে শুরু করলে
যে মায়ের বিছানায় আসা ছাড়া
সুতরাং সেই সাত বছর বয়সেই আমি মা হয়ে উঠলাম।
একজন নার্স নবজাতককে তার মায়ের কোলে দিয়ে গেলে যেমন হয়।
মাঝে মাঝে তুমি এসে নিজেকে যেন আমার কোলে শুইয়ে দিতে।
তুমি একদম স্পঞ্জের মতো ছিলে যেন মনে হতো কোনো হাড়ই নেই
ভেজা পালক তোমার চোখে কোথা থেকে এলো
কোনো চিন্তা ভাবনা ছাড়াই তোমাকে আমার কোলে তুলে নিলাম
আর নিজেকে ভাগ্যবান মনে করলাম।
তোমার গাল আমার শক্ত ফিতার ন্যায় বুকে লেপ্টে
এই সমতল স্তনবৃন্তে যেন তা রঙের একটা পোচ
একটা দাগ, যেখানে কিছু দেবতা তাদের বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন আলগোছে।
তুমি ওর বিছানা থেকে যে সেদ্ধ ডিমের গন্ধ বয়ে নিয়ে আসতে, তাতে আমি বিরূপ হতাম না।
যা আমি চাইতাম তা হলো তোমাকে কেবল শক্তি ভরে দিতে
যেন তাপ বা কোনো রঙ তোমার শরীরে প্রবেশ করিয়ে দিতে
জীবনীশক্তি ভরে দিতে তোমার জীবনে
আমি কোথা থেকে এটা শিখলাম?
এটা আমি তোমার কাছেই শিখেছি
মাসের পর মাস তুমি যে আমাকে তোমার বুকের কাছে ধরে রাখতে আর আমাকে উষ্ণ করে রাখতে
প্রচুর পরিমানে দুগ্ধপান করাতে
মাত্র সাত বছরের ব্যবধানে আমি কিছুই ভুলে যাইনি।
প্রিয় নোংরা, আমি দুঃখিত যে আমি তোমাকে সামান্য ভেবেছিলাম
আমি ভেবেছিলাম যে তুমি মুখ্য চরিত্রের পটভূমি মাত্র
বৃক্ষের, প্রানীর আর মানবপ্রানীর।
এটা যেন আকাশকে বাদ দিয়ে তারাদের ভালোবাসার মতো
যখন কিনা আকাশই তাদের জ্বলে ওঠার স্থান দিয়েছে।
সুক্ষ্ণ ও বৈচিত্রময় আর সংবেদনশীল,
তুমিই আমাদের ভূখন্ডের ত্বকের ন্যায়
যখন আমি বুঝতে পারলাম যে আমি কখনোই তোমাকে সমানভাবে অস্তিত্বশীল বলে স্বীকৃতি দিইনি
আমি নিজেকে নিয়ে লজ্জা অনুভব করেছি।
যেন আমি আমার মতো নয় বলে একটি অস্তিত্বকে
একটি অস্তিত্ব যা আমার থেকে একদমই আলাদা দেখতে,
কিন্তু আমি এখন আমাদের সবাইকে দেখতে পাই, একই মৌলিক উপাদানেই যে আমরা তৈরি।
সেই শুন্য থেকে প্রথম বিষ্ফোরনেরই জ্ঞাতিভাইয়ের মতো
আমাদের সকলের সমন্বিত জটিলতায় তা সমানভাবে বিরাজমান।
ও নোংরা, তোমার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার পথ খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করো।
তুমিই সে, যে কিনা আমাদেরকে সামনে এগিয়ে দিয়েছো
আর তুমিই শেষ পর্যন্ত আমাদেরকে তোমার অন্তর্ভুক্ত করে নিবে
আর আমাদের সাথেই আবর্তিতও হবে
আর আমাদের সাথেই চুর্ণ-বিচুর্ণও হবে
যেভাবে তারা আমাকে নিয়ে পরিকল্পনা করেছেন
তিনি (স্ত্রী) তার (পুরুষ) জামা থেকে একটা পিচবোর্ড নিলেন
যেন তার (পুরুষ) মেরুদন্ডটা শরীর থেকে তুলে তাতে একটা মাস তালিকা তৈরি করলেন।
আর তাতে তার (স্ত্রী) তাপমাত্রা টুকে রাখেন।
আমাকে তৈরি করার উপযুক্ত সময় জানতে।
আমি সবসময় উষ্ণতায় ধারিত হতে চেয়েছি
এই উত্থিত সারিতে ছোট্ট এক্স
যেন লাল আর শক্ত কাদামাটির দানা
ছোট ছোট জমাট বাঁধা রক্ত কনিকা
যা আমাদেরকে এই জীবনে উপনীত করেছে
আর তুমি বলো যে তুমি আমাকে কাঙ্খিত শিশু বলেই বলতে চাইতে
আমি আমার গালে মদ ঢালি যেন তা আমার মায়ের রক্ত
যেন আমার ঠোঁট দুটোতে চাপ দেয়ার মতো
তার (স্ত্রী) শরীরের সেই ভালভে চাপ দিয়ে
তিনি প্রসব বেদনা পাচ্ছিলেন আর মুখোশের ভেতর নিশ্বাস নিচ্ছিলেন
আবার প্রসবের চেষ্টা করছেন আর আমাকে চাপ দিচ্ছিলেন পৃথিবীতে আনার জন্য
কেননা তার পৃথিবী আমাকে ছাড়া অসম্পুর্ন ছিলো
চাঁদ নয়, সূর্য নয়, তারা নয়
কালপুরুষের দু’চাকার গাড়ি চালিয়ে সহজেই অন্ধকারে হারিয়ে যাওয়া
এর কোনোকিছুই তার জন্য যথেষ্ট ছিলো না
এখন আমি ভালোবাসাকে এক নতুন রূপে দেখতে পাই
এখন আমি জানি, আমি এর আলোতে দাঁড়িয়ে নেই।
আমি আমার প্রায় প্রাক্তন স্বামীকে না ভালোবাসা সম্পর্কে জিজ্ঞেস করতে চাই
কিন্তু সে এ বিষয়ে কথা বলতে রাজি নয়
সে এই শেষ পর্যায়ে একটা স্থিরতা আশা করে
আর মাঝে মাঝে আমার মনে হয় ইতিমধ্যেই আমি এখানে নেই- তার ত্রিশ বছরের দৃষ্টি আর ভালোবাসার দৃষ্টির সামনে।
আমি এক ধরনের অদৃশ্যমানতা অনুভব করি
যেন কনা শনাক্তকারী ফানেলে একটি নিউট্রন সমাহিত
এক মাইল দীর্ঘ বেগবর্ধক যন্ত্রের মাঝে
যেখানে অদৃশ্যকনাকে দৃশ্যমান কনার সাহায্যে অনুমান করা হয়।
নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে
যেন তার মাংস পেশী গান গাইছে তার স্বরে
সুউচ্চ, অবিচ্ছিন্ন, ভরাট পুরুষ কন্ঠে
গুরুগম্ভীর বাদ্যযন্ত্রের ন্যায়।
আমি তার কাছে জানতে চেয়েছিলাম
আমাকে ভালোবাসার অভিজ্ঞতাটা কেমন ছিলো
যখন তুমি আমার দিকে তাকাতে
যখন সে (পুরুষ) আমাকে ভালোবাসতো
আমি পার্থিব কোনো কিছুর দিকে গুরুত্বহীনভাবে তাকাতাম যেন আমি এক গভীরতার বাসিন্দা খুব ভেতর থেকেই
যেন একটি খাদ বা অথবা একটি কুয়া
আমি উপরের দিকে তাকাতাম, দুপুরে আর কালপুরুষ দেখি জ্বলজ্বল করছে
যখন আমি ভাবি সে আমাকে ভালোবাসে
যখন আমি ভাবতাম আমরা শুধু দম নেয়ার জন্য সম্পর্কে ছিলাম না
বরং সুদূরপ্রসারী হবে ভেবেই ছিলাম
কঠিন আর সুন্দর আবরন, শক্ত ধারক আর পাথরের ন্যায় আর দ্রুততার সাথে
সে (পুরুষ) কোনো রাগ দেখালোনা
আমি কোনো রাগ দেখালাম না শুধু এক ঝলক কৌতুক করা ছাড়া।
আর প্রথম মিনিটের পর, যখন আমি বলি
এসব কি তার (স্ত্রী) সম্পর্কে?
এসব তোমার সম্পর্কে, আমরা তার (স্ত্রী) সম্পর্কে কথা বলি না।
সে আমার ভেতরে অন্য এক পৃথিবী থেকে এসেছে, যদি বলি
এই বিশ্ব ব্রহ্মান্ডে কিছুই আসে না
আমার মা অর্থাৎ আমার মেয়ে আমার ভেতরে প্রবেশ করেনি
সে আমার ভেতরে অস্তিত্বশীল হতে শুরু করেছে
আর আমার মা আমার ভেতরে প্রবেশ করেনি
আর আমার জন্য প্রার্থনা করতেন
তিনি সব সময় ভয়ংকর রকমের নরম
আর ধর্মান্ধ, পিউরিটান ধর্মান্ধ হয়ে থাকতেন।
আমার ত্বকের সীমানা তাতে বাধা হতে পারতোনা
দেহের সীমানাও ব্যর্থ হতো, আমার স্পৃহার বাধাও।
আমি যথাসাধ্য তাকে খুশি রাখতে চাইতাম
তিনি যা শুনতে পছন্দ করতেন, আমি তাকে তাই শোনাতাম
আমি স্বেচ্ছায় তার সেবায় নিয়োজিত ছিলাম।
আর তারপর আমি অনেকটা তার মতো হয়ে গেলাম।
আর তারপর আমি আমার জন্য মারাত্মক হয়ে উঠলাম।
যখন আমার মেয়ে আমার মধ্যে ছিলো,
আমি অনুভব করি, আমার ভেতরে একটি আত্মা আছে
তবে আত্মাটা তার ভেতরে জন্মেছে।
তারপর যখন সে কেঁদে উঠলো, এক রাতে
আমি বলে উঠি, আমি তার যত্ন করবো।
আমি তোমার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিবো
ওকে আমি তেমন করে কখনো বড় করবো না
যেমন ভাবে তিনি আমাকে করেছেন।
আমি তোমার মাঝে কখনো তেমনভাবে বিচরন করবো না
যেভাবে আমার মা আমার ভেতরে করেছেন
আর আমি নিজে আমার ভেতরে যেভাবে গ্রাস হয়ে গিয়েছি।
আমি আর কারো সাথে তেমন করে কোনো সম্পর্ক চাই না
যেমনটা আমার মায়ের সাথে আমার ছিলো
তেমন সম্পর্কের সুযোগ আর নেই।
তিনি ইংরেজি সাহিত্যের নিয়ে পড়াশুনা করে এখন এম ফিল করছেন টি.এস. এলিয়েটের কবিতা নিয়ে।বর্তমানে শিক্ষকতার সাথে জড়িত আছেন।
Related
মুম says:
সুন্দর কবিতা এবং অনুবাদও সুপাঠ্য