কবি, অনুবাদক ও সম্পাদক। জন্ম ভারতের বারাণসীর পীতাম্বর পুরায় মাঘী পূর্ণিমায়, সুনীল চন্দ্র চক্রবর্তী ও সবিতা চক্রবর্তীর একমাত্র সন্তান। বেড়ে ওঠা উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং ও কার্শিয়াং মিলিয়ে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। ২০১৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের ‘প্রথম আলো’র মাধ্যমে প্রত্যক্ষ লেখালিখির জগতে যুক্ত হওয়ার আগে পরিচয় ছিলো ধ্রুপদী নৃত্যশিল্পী ও শিক্ষিকা হিসেবে। বর্তমানে লাতিন আমেরিকান সাহিত্যে গবেষণারত।
কবিতার সঙ্গে নিয়মিত অনুবাদক বিশ্বসাহিত্যের। অনুবাদ প্রকাশিত হয়েছে ‘নীলগিরি ওয়াগন’, ‘দি ডেইলি স্টার’সহ আন্তর্জাতিক পত্র পত্রিকায়ও পঠিত হয়েছে ২০১৭ সালের ‘দিল্লি সার্ক সম্মেলন’-এ। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত ‘আনন্দবাজার পত্রিকা’র পক্ষ থেকে জেলাভিত্তিক গবেষণামূলক নিবন্ধ লেখার দায়িত্বের ভিত্তিতে ৭ টি জেলাকে নিয়ে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। প্রয়াত কবি মণীন্দ্র গুপ্ত এবং চিন্তক সমীর রায়চৌধুরীর অন্তিম সাক্ষাৎকার গ্রহণ ছাড়াও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান করেছেন ‘আকাশবাণী’তে।
প্রকাশিত বই: ‘জামার নীচে অলীক মানুষ‘ (কাব্যগ্রন্থ, ২০১৭), ‘‘পদ্মব্যূহে নিম অন্নপূর্ণা” (২০১৯) সম্পাদিত গ্রন্থ “সংকলিত বাক্’’ (২০১৯) “ষটচক্র” (ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগ) ২০১৯।