১৪ মে কবি সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের জন্মতিথি। ইরাবতী পরিবার কবি কে জানায় জন্মতিথির শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
পরকীয়া
অনেকটা ভালো লাগা আর অনেক টা না ভালোলাগা যখন পাশাপাশি রান্না বাটি করে তখন ওই দুই পৃথিবী এক শূন্য গোলকে বাস করে । স্বপ্নের নীল রঙ কালো হয়ে ওঠে ধীরে ধীরে , জীবনের মানে একটা পাংশুটে মুখের থুথু হয়ে দেওয়ালে আঁকে মানচিত্র । তেতো মনের বিষাদ খুঁজে বেড়ায় এক মুঠো আবিরের ভালোবাসা রঙ বিষাক্ত পরকীয়ার কস্মেটিক রঙে । শুরু হয় নতুন উপন্যাস ।
প্রতীক্ষায়
শুধু শখ মেটানো এক সন্ধ্যা নেশার গ্লাসে ডুব দেওয়া পূর্ণিমা কে আঁকড়িয়ে ধরে স্বপ্নের জাল বোনে ।
অন্ধকার থেকে অন্ধকারে
হারিয়ে যাওয়া রাতের গুমোট ঘর
এক চুমুকে নিঃশ্বেষ করে গ্রহণ;
আমি তখনও বসে থাকি প্রতীক্ষায়
তোমার মাঝে আর একটা তুমি খুঁজে
একটা আমির ভালো থাকার প্রতীক্ষায়,
বসে থাকি ।।
মুক্তির জানালা
সভ্যতার সীমানা ছাড়িয়ে যেতে যেতে যেদিন হারিয়ে গিয়েছিলাম নিরুদ্দেশে,
শ্মশানের বুকে পড়ে থাকা আধপোড়া মাংসে লেখা হয়ে গেছিল আমার দিনলিপি,
আর সিগারেটের ধোঁয়ায় উড়তে থেকেছিল আমার আত্মার আকুতি।
সেদিন ঘোমটার আড়ালে বসন্তের রোদ সেঁকে নিতে নিতে খ্যাঁক খ্যাঁকে হাসিতে ফুটে উঠেছিল আমার মৃত্যুর ফরমান।
আমি ঘুম ঘুম চোখে শেষ বারের মত তোর হাতটা চেয়ে ছিলাম,