| 29 মার্চ 2024
Categories
ক্রিকেট খবরিয়া খেলাধুলা

আলজারির কাছে হারল সানরাইজার্স হায়দরাবাদ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

মুম্বাই ইন্ডিয়ান্সের জোসেফ আলজারির বোলিং তোপে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল মাত্র ১৩৭ রান।

আলজারির অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে এ মামুলি সংগ্রহও টপকাতে পারেনি।
৩.৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে আইপিএলে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন এ ক্যারীবিয়ান পেসার।

অরেঞ্জ আর্মিরা ৭. ৪ বলে মাত্র ৯৬ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ডিজে হোডা। উদ্বোধনী জুটিতে ৩৩ রান সংগ্রহের পর চতুর্থ ওভারে হায়দরাবাদ ইনিংসের প্রথম আঘাত হানেন চাহার।

ব্যক্তিগত ১৬ রান করে বেইরস্ট্রো ফিরে যাওয়ার পর পঞ্চম ওভারে জুসেফ আরজালির বলে ফিরে যান ১৫ রান করা ডেভিড ওয়ার্নার। এরপর আর কোনো জুটি গড়ে তুলতে পারেনি সানরাইজার্সরা।

এর আগে টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় হায়দরাবাদ।

চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই ছিল সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার দিনের প্রথম ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে মুম্বাই। দলের হয়ে ২৬ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড। এ ছাড়া ১৯ রান করেন ওপেনার ডি কক।

সূত্রঃ এবিপি

 

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত