পাক সফর থেকে সরে দাঁড়ালেন শ্রীলংকার দশ ক্রিকেটার

Reading Time: < 1 minute

আসন্ন পাকিস্তান সফরকামী দল থেকে সরে দাঁড়ালেন লাসিথ মালিঙ্গা-সহ শ্রীলঙ্কার দশ জন ক্রিকেটার। পাকিস্তানে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও টি২০ সিরিজ খেলতে সোমবার দল ঘোষণা করার পরে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন দলের ওই দশ সদস্য।

এদিন দল নির্বাচন করার আগে খেলোয়াড়দের সঙ্গে পাকিস্তান সফরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা। বৈঠকে বোর্ডের প্রধান নিরাপত্তা আধিকারিক তথা শ্রীলঙ্কার প্রাক্তন বায়ুসেনা কম্যান্ডার মার্শাল এয়ার রোশন গুনেতিলেকে ক্রিকেটারদের পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানান। সেই সঙ্গে অতিথি ক্রিকেট দলের জন্য পাক ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তিনি সবিস্তারে জানান।

এই বৈঠকের পরেই সফরকামী দল থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন মালিঙ্গা সহ ১০ ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন নিরোশন ডিকওয়েলা, কুশল জানিথ পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, থিসেরা পেরেরা, আকিলা ঝনঞ্জয়, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকমল, দীনেশ চান্ডিমল এবং দিমাথ করুণারত্নে। এর আগেই পাকিস্তান সফরের জন্য বিবেচিত হননি নিউ জিল্যান্ড সফরে আঘাতপ্রাপ্ত কুশল মেন্ডিস।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>