| 29 মার্চ 2024
Categories
খবরিয়া চিত্রকলা সংস্কৃতি সংবাদ

সুহানা সফর

আনুমানিক পঠনকাল: 2 মিনিট
ছবিঃ লেখক
সুকন্যা গুপ্ত ও সুমিত কুমার গুহ র “দ্যা ফ্রেম কলকাতা” র উদ্যোগে গত ৪ মার্চ থেকে কলকাতার একাদেমী অব ফাইন আর্টস এ ওয়েস্ট এন্ড সাউথ গ্যালারি ও লেডি রানু মুখার্জি  অডিটোরিয়ামে শুরু হয়েছে অভিনব ভাবনায় ” সলিল চৌধুরী অন ক্যানভাস… সুহানা সফর।”
ছবিঃ লেখক
এই সফরে যোগেন চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, সৌমিত্র চট্টোপাধ্যায়,চিরঞ্জিত চট্টোপাধ্যায় সহ বহু শিল্পীর অসাধারণ ক্যানভাসে আছেন সলিল চৌধুরী ও তাঁর সৃষ্টি।
ছবিঃ লেখক
৪ঠা মার্চ উদ্বোধনে উপস্থিত ছিলেন শিল্পী রবিন মন্ডল, গায়িকা হৈমন্তী শুক্লা, মধুরিমা দত্ত চৌধুরী, অন্তরা চৌধুরী প্রমুখ
প্রতিদিন সলিল চৌধুরীর স্মৃতিচারণ এ চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছবিঃ লেখক
৭ই মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় শিল্পী মৌসুমী মন্ডলের রবীন্দ্র সংগীত দিয়ে। সুফিকা রহমানের অসাধারণ ডেমোনেস্ট্রেশন, ললিতা মন্ডলের আবৃত্তি, নৃত্য গুরু শ্রীমতি পলি গুহর ইন্ডিয়ান কালচারাল ট্রুপের সলিল চৌধুরী র গান ও মিউসিকের উপর কম্পোজ করা নৃত্য ও মধুরিমা দত্ত চৌধুরীর সঙ্গীত এ পূর্ণ হয়ে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা।
ছবিঃ লেখক
বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন সমীর আইচ, যোগেন চৌধুরী, তাপস কোনার, ওয়াসিম কাপুর, চিরঞ্জিত চট্টোপাধ্যায়।
এক্সিবিশন টি চলবে আজ ১০ তারিখ অবধি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত