| 9 অক্টোবর 2024
Categories
এই দিনে কবিতা সাহিত্য

সুমনা পাল ভট্টাচার্য’র কবিতাগুচ্ছ

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

আজ ১৭ নভেম্বর কবি সুমনা পাল ভট্টাচার্য শুভ জন্মতিথি। ইরাবতী পরিবার কবিকে জানায় শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।


না পাঠানো চিঠি
তোমায় কখনও বলা হয়নি ,
তুমি যখন আমায় আদরের পেয়ালায় চুবিয়ে আমার 
মচমচে মেরুদণ্ডটাকে ভিজিয়ে ন্যাত্যা করে দিতে,
আমার একান্ত কোষগুলোতে তখন সালোকসংশ্লেষ 
হতো না আর,
পরমাণুগুলো এক্কেবারে ভেঙেচুরে কেমন তোমার রসায়ন পাত্রের নিখুঁত আণবিক গঠন নিয়ে নিতো, জানো..
নরম , তরল, বড় সহজ, জলের মতোই।
তোমার ঠোঁটের সন্ন্যাসকালে যেদিন গেরুয়া হলো সিঁথি, আমার শরীরও সেদিন হলো জমাট বরফ,
আমার মেরুদণ্ড ততদিনে আর নিজের জোর ফিরে পায় না, পঙ্গুতার ছাপ তার গাঁটে গাঁটে…
জলের স্রোতে যে ঘর ভিজেছিল, সে ঘরে বরফ আঁটতো কি করে বলো !
তাই আছাড় মেরে ঘরের এক কোণে ছুঁড়ে দিতেই 
নারকেলের পাঁজর ফাটা বিষাদজল বয়ে চলল নিরন্তর…
বুঝলাম, রাতের চোখে নদী হবার নিভন্ত আগুনটুকু রয়েই গেছিল শেষাবধি
:
আজকাল হইলচেয়ারের চাকার আওয়াজ নিয়ে আসে প্রতিটা সকাল।

নিঃশেষিত

তোমার ঠোঁটের ভিতর দিয়ে গলে যেতে যেতে আমার শরীরের আলভাঙা তরঙ্গকে নদী হতে দেখেছি কতবার..

তুমি ছুঁলেই, আমার বুকের খাঁজ বেয়ে নেমে যেতে দেখেছি একরাশ বন্য রামধনুকে
অনন্ত আকাশের মতো তোমার বুকে মাখামাখি হয়ে গেছে তার সাত রঙ।

তোমার শরীরের ভাঁজে ভাঁজে আমি বুনে এসেছি এক অন্য পৃথিবী।
সেই আদিম অন্ধকার ছুঁয়ে তুমি পুরুষ থেকে হয়েছো দেবতা, আর আমি!
তোমায় ভরিয়ে দিতে দিতে বিলাসিত মেদিনী,
আঁচড়, কামড়, শিরিশিরে দাঁতের ভাঙন শেষে
তোমার উপেক্ষার আঙুলের ফাঁক দিয়ে গলে যাওয়া এক জমাট বাঁধা বরফ উপন্যাস…..

শূন্যের ঘাটে…

 (১)

হরপ্পার বুকে জমে থাকা সিন্ধুনদের ব্যপ্তিতে চাই নি তোমায়

এক আকাশ তারা, বা হাসনুহানার প্লাবনে ভেসে গাইনি তোমার গান..

বরং

জ্বরের কপালে শুকিয়ে ওঠা ওই একটুকরো জলপট্টির  মতোই অপরিহার্য করে রেখেছি নিভৃত জঠরে…

‎:

প্রতি মুহুর্তে গোপন অন্তঃশিলায় তোমার নিশ্ছিদ্র প্রসবণ..

(২)

উপত্যকার তালুতে নদীগন্ধ রেখে যে চর আজ বর্তমান,

তার গায়ে স্রোতের হদিশ মেলেনি কোনো,

হলুদ মলাটের মত ঘুমিয়ে আছে পদচিহ্নের নকশা পারাপারের ঘাটে…

পথিক দেখেছি কতো , শুধু বটের শিকড়ে জড়ানো সেই রাখাল ছেলেটির হদিশ পাইনি আজও…

:

বাঁশি ধুলোময়, সুর তুমি বেজে ওঠো একটিবার…

                                                                           

(৩)

তোমার এক চুমুকে ফুরিয়ে গেলো উদাস বৃষ্টিদিন..

ছলকে ওঠা রঙের সমুদ্দুর বুকের ভেতর পানকৌড়ি জলোচ্ছ্বাস

ন্যুব্জ ঠোঁটের পারদের জোয়ার, এক একটা ভরাট নৌকাডুবি…

:

এমন সময়….

  রাতজাগা ভোর, আর  দিনগোনা রাত মলাটে বাসি গন্ধ …

:

উৎসবের চৌকাঠে চেনা পদচিহ্ন স্পষ্ট, সুস্পষ্ট।।

                                                                       

(৪)

এক প্রান্তিক স্টেশনে এসে থেমেছে সফর..

অজানা ইঁটের ভিতর সেই চেনা উপন্যাসের পান্ডুলিপি

তোমার কিম্বা আমার জীবনের গল্পগুলো সব  বড় এক

শুধু, বৃত্তাবর্তে পরিক্রমা

গন্তব্য গুলো যার যার মতো হেঁটে চলে..

:

কখনো নির্দিষ্ট স্থান পেরিয়ে এগিয়ে যাই অচেনার সাথে,

কখনো গতি থামার আগেই নেমে পড়ি ভুল কোনো ঠিকানায়, কখনো বা, ভুলে যাই কোথায় যাবার কথা ছিল, শুধু সময়ের চক্রে আবর্তিত হয়, দৃশ্য থেকে দৃশ্যান্তর…

:

তারপর,

কেন্দ্রবিন্দুর মাধ্যাকর্ষণেই দেখা হয়ে যায় আবার আমাদের, সেই এক প্রান্তিক স্টেশনে….

                                                                              

(৫)

শূন্যের তালুতে অঙ্ক জমিয়ে আবার শূন্য কুড়িয়ে নেওয়া

হিসেবের খাতায় আঁকিবুঁকি কাটে যাপনকাল

যে পথ দিয়ে নিত্য আনাগোনা, তার সবুজ বা নীলের পরিমাপ আজও চেনেনি চোখ,

শিকড়ের টান করেনি অনুভব আত্মস্থ ভিটেমাটি…

:

এক প্লাবনের ঘাটে পায়ের  জমি সরে গেলে, ঘরের আকুতি খোঁজে উর্বর পলি

চারাগাছের কদর সেদিন বোঝে বিশাল মহীরুহ…

:

নতজানু হয় শূন্যের কাছে, সব অঙ্ক উড়ে যায় পরিযায়ী বাতাসে…

                  

                                                           

            

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত