সুস্মিতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কাঁধের ওপর দিয়ে হাত রেখে রোহমানকে জড়িয়ে রয়েছেন নায়িকা। তাঁর অনামিকায় রয়েছে একটি আংটি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘…নিঃশর্ত ভাবে তোমার, রোহমান…।’

সুস্মিতার হাতে এই আংটি দেখে অনেকে মনে করছেন, হয়তো এনগেজমেন্ট হয়ে গিয়েছে এই জুটির। কোনও অনুরাগী সরাসরি এই প্রশ্ন করেছেন। কেউ বা আগাম অভিনন্দন জানিয়েছেন তাঁদের। যদিও এনগেজমেন্ট হয়েছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি সুস্মিতা।

সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বইয়েরই এক মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে রোহমানকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি। নিন্দুকেরা বলছেন, সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ককে হয়তো সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

এর আগেও সুস্মিতা সেনের সঙ্গে রণদীপ হুডা, বিক্রম ভট্টের সম্পর্ক নিয়ে গুজব রটেছিল। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সুস্মিতা খুব একটা মুখ খোলেন না। অথচ রোহমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছেন।