বেশ ভয়ই পাইয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে এক্স-রে রিপোর্ট স্বস্তি ফিরিয়েছে বাংলাদেশ দলে। ব্যথা থাকলেও তামিমের হাতে কোনো চিড় ধরা পড়েনি। জানিয়েছে বিসিবি।
শুক্রবার ওভালে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বাম কব্জিতে বলের আঘাত পান তামিম। অনুশীলন ছেড়ে যেতে হয় তখন। তাতে রোববার সাউথ আফ্রিকার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়।
বড় চোট থেকে শঙ্কামুক্ত হলেও সাউথ আফ্রিকার বিপক্ষে তামিম খেলতে পারবেন কিনা সেটি এখনোও নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁহাতি ওপেনারকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২৮মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তামিম। ওই ম্যাচের আগেরদিন অনুশীলনের সময় বাম হাতে অস্বস্তি বোধ করায় তাকে বিশ্রাম দেয়া হয়। এর আগে এশিয়া কাপেও হাতে চোট পেয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।
.