Categories
ঘুরে আসি চা বাগানে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
দুটি পাতা একটি কুঁড়ির সবুজ গালিচা ঘিরে
তার গা ছুঁয়ে সেই শিশুকাল আসে যে ফিরে ফিরে
দুই ধারে পাহাড় সর্পিল পথ চলে গেছে বহুদূরে
পাহাড়ের গায়ে জেগে উঠে সূর্য প্রতিটি নতুন ভোরে
সারি সারি ছায়াবৃক্ষ দাঁড়িয়ে দেয় পরম ছায়া
চোখের পাতায় ভেসে ওঠে সেই সবুজের মায়া
চায়ের পাতার ফাঁকে শাদা শাদা ফুলের বাহারে
চাবাগানে এলে মনের দরজাটা খুলে আহা রে!
পালা-পার্বণ হোলি উৎসবে বাজে রে মধুর বীণ
চা শ্রমিকের জীবনে আঁধার কেটে আসে না সুদিন
প্রকৃতির সঙ্গে মিলে-মিশে চলে জীবনের উৎসব
ষড়ঋতু আসে বছর বছর সঙ্গে বিপুল বৈভব।

সিলেট শহরের মহাজনপট্টিতে ৩১আগস্ট ১৯৬৭তে জন্ম । কবিতার সঙ্গে পথচলা তিন দশকের। স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় লেখালেখি চলছে । সাহিত্যের ছোটোকাগজ “অগ্নিশিখা” সম্পাদনা করছি। অগ্নিশিখা প্রথম প্রকাশিত হয় ১৯৮৭ সালে। প্রকাশিত কবতাবই তিনটি —
“জ্বলছি জলের তলে”,”প্রেমযোগ” “অবেলায় ডোরবেল” । নিয়মিত ছড়া ও কিশোর কবিতা লিখছি।
ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে পড়াশুনা শেষ করে কলেজের শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু হলেও বর্তমানে ব্যাংকিং পেশায় কর্মরত ।