| 24 এপ্রিল 2024
Categories
শিশু-কিশোর কলধ্বনি

ঘুরে আসি চা বাগানে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

 

দুটি  পাতা একটি কুঁড়ির সবুজ গালিচা ঘিরে
তার গা ছুঁয়ে সেই শিশুকাল আসে যে ফিরে ফিরে
দুই ধারে পাহাড় সর্পিল পথ চলে গেছে বহুদূরে
পাহাড়ের গায়ে জেগে উঠে সূর্য প্রতিটি নতুন ভোরে
সারি সারি ছায়াবৃক্ষ দাঁড়িয়ে দেয় পরম ছায়া
চোখের পাতায় ভেসে ওঠে সেই সবুজের মায়া
চায়ের পাতার ফাঁকে শাদা শাদা ফুলের বাহারে
চাবাগানে এলে মনের দরজাটা খুলে আহা রে!
পালা-পার্বণ হোলি উৎসবে বাজে রে মধুর বীণ
চা শ্রমিকের জীবনে আঁধার কেটে আসে না সুদিন
প্রকৃতির সঙ্গে মিলে-মিশে চলে জীবনের উৎসব
ষড়ঋতু আসে বছর বছর সঙ্গে বিপুল বৈভব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত