সিক্যুয়েল হচ্ছে তেরে নাম ছবির
তেরে নাম সিনেমাটিও তেলেগু চলচ্চিত্র সেঠুর রিমেক ছিল। ওই সিনেমায় সালমানের কাজ তাঁর আজ পর্যন্ত সেরা অভিনয়গুলোর মধ্যে অন্যতম। সিক্যুয়েলে কি ফের সলমানই তারকা? এই বিষয়ে সতীশ কৌশিক বলেন, সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে চিন্তা করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে। কয়েকদিন আগে স্ক্রিপ্ট চূড়ান্ত করেছি। এখনও এর জন্য কারও সাথে যোগাযোগ করিনি।
সলমান খান এখন অবশ্য ব্যস্ত দাবাং 3, ভারত, ইনশাআল্লাহ নিয়ে। এই ব্যস্ত সময়ে সালমান খান কি তেরে নামের সিক্যুয়েলের জন্য সময় বের করতে পারবেন? সেটি হয়ে উঠেছে আলোচ্য বিষয়। অভিনেত্রী ভুমিকা চাওলার এই সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় বলিউডে। এখন তিনি দক্ষিণের প্রতিষ্ঠিত নায়িকা। তেরে নাম সিনেমার গানও সেসময় দারুণ জনপ্রিয় হয়। সিনেমার সংগীত পরিচালক ছিলেন হিমেশ রেশমিয়া।
