| 17 এপ্রিল 2024
Categories
অন্য দেয়াল নিজের কথা মনের অন্দরে

সময়ের দায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

জীবনের চিলেকোঠার তক্তপোশে ঘুন পোকা খুবলে খাওয়া সময়ও যখন আপনার পক্ষে কথা বলার সাহস হারায়, তখন মনে রাখা উচিত ঘড়ির কাটা আপনার পক্ষে এখন হয়তো আর নেই, কিন্তু তা একসময় আপনার হলেও হতে পারে।

মনস্তাত্ত্বিকতার শেষ সীমানার কাঁটা তারের বেঁড়া যখন আপনাকে আটকে রাখার শক্তি অর্জন করবে, বুঝে নিতে হবে বাধা টপকানোর শক্তির অভাব আপনার রয়েছে, সেও আপনার হলেও হতে পারে।

আনন্দের সাথে বেদনার রঙের সংমিশ্রন ঘটাতে পারার ক্ষমতা অর্জন করা হয়নি!! অনেক কিছুই তো বাকি রয়ে গেলো। তাও শেখা বাকি!!!

বন্ধ ঘরের ক্ষুদ্র আলো আসার রাস্তাটিও তবে সামনেই বন্ধ হবে। বাঁচতে হলে সময়ই প্রস্তুতি নেওয়াবে।

দায় টা সময়ের,আমার না।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত