লোকসভা নির্বাচনঃ তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা মমতার
12 মার্চ 2019
ইরাবতী ডেস্ক
আনুমানিক পঠনকাল: < 1মিনিট
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে লড়ছেন না দলের বেশ কিছু হেভিওয়েট নেতা। তালিকায় রয়েছেন রাজ্যের ২ মন্ত্রী।
সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি। তালিকায় নাম নেই সাংসদ সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন এবং ইদ্রিশ আলিরও। তবে টলিউডের বেশ কিছু অভিনেতা এবার লোকসভায় লড়বেন তৃণমূলের টিকিটে। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তালিকায় এবার ৪১% মহিলা প্রার্থী রাখা হয়েছে।
এক নজরে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রার্থী তালিকাঃ