| 20 এপ্রিল 2024
Categories
খবরিয়া চলচ্চিত্র বিনোদন

সিরিয়াল কিলার জয়া

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

এবার প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ সিরিজের গল্প নিয়ে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। পরিচালনা করছেন অরিন্দম শীল।

তিনি গণমাধ্যম কে জানান, হিন্দি আর বাংলা ভাষায় তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। নাম ‘ত্রৈলোক্য’। আর এই ওয়েব সিরিজে ‘ত্রৈলোক্য’ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার মানে, এবার জয়া আহসান ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করবেন।


ত্রৈলোক্য তারিণীকে নিয়ে গবেষণার কাজটি করেছেন শর্বরী ঘোষাল ও পদ্মনাভ দাশগুপ্ত। এই ওয়েব সিরিজের চিত্রনাট্য তাঁরাই লিখেছেন। ‘ত্রৈলোক্য’ ওয়েব সিরিজের কাহিনি দুটি সিজনের জন্য সাজানো হয়েছে।

এখানে কে কে অভিনয় করবেন, তা–ও চূড়ান্ত হয়েছে—ত্রৈলোক্য চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান, গোয়েন্দা প্রিয়নাথের চরিত্রে টোটা রায় চৌধুরী আর কালী বাবুর চরিত্রের জন্য বলিউডের একজন অভিনেতাকে ভাবা হচ্ছে। মিউজিক করছেন বিক্রম ঘোষ। ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে দুর্গাপূজার পর।
ত্রৈলোক্য’ দেখা যাবে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে। প্রযোজনা করছে জ্যোতি প্রোডাকশন।

 

সূত্রঃ জিনিউজ

 

 

 

.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত