| 20 এপ্রিল 2024
Categories
ক্রিকেট খবরিয়া খেলাধুলা

শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয় পেয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৪ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে জয় তুলে নেয় সফরকারীরা।

গতকাল রবিবার পাল্লেকেলেতে ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কলিন মুনরোর উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা। এরপর দলীয় ১৮ রানে বিদায় নেন আরেক ওপেনার মার্টিন গাপটিল।

টেস্টের হতাশা পেছনে ফেলে ৫৩ বলে ৮ বাউন্ডারি ২ ছক্কায় ৭৯ রানে বিস্ফোরক ইনিংস কুশল মেন্ডিসের। তাঁর ওই বিস্ফোরক ব্যাটিংয়ের পর পাল্লেকেলেতে জিততে পারেনি শ্রীলঙ্কা। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। 

শ্রীলঙ্কার ১৭৪ রানের কঠিন চ্যালেঞ্জে ব্যাট করতে নেমে ৭.২ ওভার ৩৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে কিউইরা। কিন্তু কলিন ডি গ্র্যান্ডহোমের ৪৪ এবং রস টেলরের ৪৮ রানে দারুণভাবে ম্যাচে ফেরে তারা। 

বাকি পথটুকু পার করে দিয়েছেন ডারিল মিচেল (২৫*) এবং মিচেল স্যান্টনার (১৪*)। শেষ ১২ বলে  তাদের দরকার ছিল ১৮ রান। ১৯তম ওভারে লাসিথ মালিঙ্গা ১৫ রান দিলে সব আশা শেষ শ্রীলঙ্কার। ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড (১৭৫/৫)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত