আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
তুমি এখন আমাদের ভূ-খন্ড থেকে
বিচ্ছিন্ন এক দ্বীপ ।
যেন ছোটবেলায় পড়া সেই রবিন সন ত্রুসো।
একা একা জাগো হৃদয় প্রদেশে।
তোমার দীর্ঘশ্বাস প্রবল হয়
বয়ে যায় শন্ শন্ শন্ ।
দ্বীপজুড়ে খেলা করে গভীর বেদনা
তুমি ফের না, যাই না আমরাও
ভূ-খন্ড থেকে দ্বীপের পথ
খোলা নেই…
১৬ মার্চ ২০১৫
আরও দীর্ঘ হইতে পারিত কবিতাটি
কবিকে ভাবিয়া দেখার অনুরোধ করা গেল…
আপনার সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ। কবিতাটি দীর্ঘ করার বিষয়ে ভেবে দেখবো।