| 24 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

উজ্জ্বল পান্ডা’র দুটি কবিতা

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

 

 

অনিকেত

 

অচেনা পাখির খোঁজে কেটেছে জীবন।

 

প্রতিটি পথের বাঁকে

প্রতিটি বিকেল জুড়ে

ফেলে আসা গ্রাম থেকে দূরে।

 

সন্ধ্যের মফস্বলের রাস্তাঘাট

আধো অন্ধকারে আজও চুপ।

ঝুপড়ি বস্তির গা ঘেসে

একটি দুটি সতর্ক কুকুরের চোখে

কৌতুহল দেখে

আমরা হেঁটেছি, আমরা হেসেছি, আমরা ভুলেছি

ঘর তুই ফেলে গেলি কবে!

সেই কবে থেকে পায়ের তলায় তোর সরষে রাখা!

চোখের তারায় তোর আকাশের নীল…

 

এ শহরে শীত নেমে এলে

সকালের চায়ের ধোঁয়ায়

পথ চেয়ে বসে থাকে আজও কিছু চোখ।

অনিকেত, ঘরবাড়ি হারানো জীবন

অচেনা পাখির খোঁজে কাটা এ জীবন।

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

বৃষ্টিতে

বৃষ্টিতে ঝাপসা জানলার কাচ

আবছায়া শেষ দুপুরের মৃদু আলোর বাইরে

একটা পিছুটানের পৃথিবী জেগে আছে।

 

বৃষ্টিতে আপাদমস্তক ভিজে

স্কুল থেকে ফিরছে যারা,

উটকো মেঘের হঠাৎ গানে

ঘরের মধ্যে এক হাঁটু জল দেখে

ক্লান্ত শরীর টেনে তুলছে যারা,

জমি ভেসে যাওয়ার আশঙ্কায়

চুপ করে ঠায় বসে ভাবছে যারা,

নদী উপচে গ্রামের সীমানায় এসে পৌঁছচ্ছে

বানভাসি জল।

 

এসবই ফেলে আসা বৃষ্টির অলীক স্মৃতি।

 

সেসব নিয়ে আলোচনা করার দিনও গেছে বয়ে।

 

হাপুস ভিজছে প্রতিটি গাছ

সামনের রাস্তায় কুকুর ডোবানো জল।

 

সারা দুপুর সেদিকে চেয়ে বেলা পড়ে আসে

ছোট্ট শিশুর।

অন্ধকারে অবিরাম বৃষ্টির শব্দ।

 

বৃষ্টিতে ঝাপসা জানলার কাচ

আবছায়া শেষ দুপুরের মৃদু আলোর বাইরে

একটা পিছুটানের পৃথিবী জেগে আছে।

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত