| 13 সেপ্টেম্বর 2024
Categories
কবিতা গদ্য সাহিত্য

উতরোল

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

 

জানি ব্যস্ত হতে হবে; চোখের জলে গুলে দিতে হবে কিছু মেঘ, জানি আড়ম্বরে মুড়ে দিতে হবে ছোট ছোট স্থিতি, জানি কত কি চলে যাবে বলে মুঠো খোলা আজ! জানি প্রতিটা কান্নার আদল তুমি ভুলতে চাইবে তুমুল প্রত্যাখ্যানে, জানি সততঃই এই সবকিছু হয়ে থাকে, জানি অসহায় লাগলে পুরুষ নরম হতে শেখেনি, জানি কষ্টজল এরকম ছলছল হয়ে বিপদসীমার বাইরে বইছে প্রথমবার।এইসব জানি বলেই আঁচল ছড়িয়ে বসি। ছায়াযুদ্ধের শেষে তুমি এসে ঘুমোবে ওখানে। আর আমি পরিতৃপ্তির মুখটুকু দেখব চুপচাপ। আমি নারী, কাঁদতে পারি, নিজেকে বিছাতে পারি, সহজ করে বলতে পারি’ এসো’….

“এসো। আর পারছিনা।”

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত