চাঁদের পিঠে বাধার কারণে সিগন্যাল পাচ্ছে না বিক্রম

Reading Time: < 1 minute

চাঁদে নামলেও উপগ্রহের উপরিভাগে থাকা বাধার কারণেই পৃথিবী থেকে পাঠানো সিগন্যাল পাচ্ছে না ল্যান্ডার বিক্রম। রবিবার এই দাবি জানিয়েছেন চন্দ্রযান-১ প্রকল্পের ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই।

এদিন সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘চাঁদের উপর থাকা ল্যান্ডারের খোঁজ পাওয়ার পরে এবার তার সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি করতে হবে। মনে করা হচ্ছে, চাঁদের যে অংশে বিক্রম নেমেছে, তা সফ্ট ল্যান্ডিংয়ের পক্ষে যথেষ্ট সুবিধাজনক নয়। হতে পারে সেখানে এমন কিছু বাধা রয়েছে, যার ফলে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আমরা বাধার সম্মুখীন হচ্ছি।’


চন্দ্রযান-১ প্রকল্পের ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই।


গত শনিবার চন্দ্রপৃষ্ঠের ২.১ কিলোমিটার দূরত্বে চন্দ্রযান-২ এর ল্যান্ডার অংশ বিক্রমের সঙ্গে গ্রাউন্ড স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আন্নাদুরাই জানিয়েছেন, চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করে চলা চন্দ্রযান-২ এর অর্বিটারেও রয়েছে একটি যোগাযোগকারী চ্যানেল যার সাহায্যে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব।
তিনি জানিয়েছেন, ‘এর আগে ল্যান্ডারের দিকে নিশানা করে সিগন্যাল পাঠিয়েছে অর্বিটার। কিন্তু বর্তমান পরিস্থিতি ল্যান্ডার আদৌ সেই সিগন্যাল ধরতে পারে কি না, তা দেখতে হবে। অর্বিটার ও ল্যান্ডারের মধ্যে বরাবরই পারস্পরিক বার্তা বিনিময়ের ব্যবস্থা থাকে। এক্ষেত্রে আমাদের শুধু একপিঠের বার্তার উপরই নির্ভর করতে হচ্ছে।’

তবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলেও তার মেয়াদ ৫-১০ মিনিটের বেশি হবে না বলে জানিয়েছেন অধিকর্তা। ইসরোর বিজ্ঞানীরা এই বিষয়ে প্রচণ্ড পরিশ্রম করছেন বলেও তিনি জানান।

রবিবার সকালে ইসরো চেয়ারম্যান কে সিবন জানান যে, বিক্রমের সন্ধান পেতে সফল হয়েছে চন্দ্রযান-২ এর অর্বিটার। চাঁদের পিঠে নামা ল্যান্ডারের একটি ‘থার্মাল ইমেজ’ও তুলতে সক্ষম হয় অর্বিটার। তবে তার সহ্গে যোগাযোগ তৈরি করতে আগামী ১৪ দিন ধরে চেষ্টা করবেন বিজ্ঞানীরা, জানিয়েছেন সিবন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>