| 21 সেপ্টেম্বর 2024
Categories
কবিতা সাহিত্য

ভরা-কটাল চোখ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট


বহুদিন পর আবার
দেখা হলো আমার সাথে আমার
দেখি হেঁটে যাচ্ছি
ছিন্নমূল — চারপাশে জনতার ঢল
তবুও কী ভীষণ একাকী!


জলের সিঁড়ি নেমে গেছে বহুদূর
অতলে পড়ে আছে স্মৃতির পুতুল
বিগ ব্যাংগের দিকে ফিরছে সময়
আর পুতুল ফিরে পাচ্ছে তার
ভরা-কটাল চোখ!


তথাপি কলম ধরলেই হয় রক্তপাত
শোনা যায় চিৎকার মর্মান্তিক হাহাকার
খুলে যায় হেডেসের মুত্যুপুরীর সবক’টি দুয়ার
ও মাইয়ু, মা, মাগো,
ও বাজান, বাবা, বাবাগো!

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত