| 11 অক্টোবর 2024
Categories
ইতিহাস খবরিয়া

পশ্চিম ইরানে আবিষ্কৃত হল ১১৫ কিলোমিটার পুরনো প্রাচীর

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

পশ্চিম ইরানে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করলেন একটি পুরনো প্রাচীর। প্রাচীরটি ১১৫ কিলোমিটার বিস্তৃত। এখানকার প্রাচীরে পাওয়া মৃৎপাত্রের নমুনা থেকে মনে করা হচ্ছে এটি খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টিয় ষষ্ঠ শতকের মধ্যে কোনও একসময়ে নির্মিত। স্ট্রাকচারটির বাকি অনেক অংশই এখন ধ্বংস হয়ে গিয়েছে। প্রত্নতাত্ত্বিকদের দাবি এই জায়গায় কিছু ছোট ছোট বাড়ি ছিল। এই প্রাচীন প্রাচীরের কথা অস্তিত্ব একেবারেই জানা ছিল না প্রত্নতাত্ত্বিকদের। তবে এর পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা এই প্রাচীরকে ‘গাওরি ওয়াল’ বলে চেনেন। এই প্রাচীর কেন তৈরি করা হয়েছিল, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি প্রত্নতাত্ত্বিকরা। এর উচ্চতা আনুমানিক ১৩ ফুট। মনে করা হচ্ছে এটি কোনও প্রাচীন সাম্রাজ্যের সীমান্ত হতে পারে। পশ্চিম ইরানে পার্থিয়ানরা একসময় দুর্গ, শহর গড়ে তুলেছিলেন, এটা তারই কোনও অংশ কি না, সেই বিষয়ে এখন গবেষণা চালাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা।

 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত