| 20 এপ্রিল 2024
Categories
খবরিয়া

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ফলাফলঃ যুগ্মভাবে প্রথম শোভন-রাজর্ষি পাশের হার ৮৬.২৯%

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

সকাল ১০ টায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এ বছর ৮ লক্ষেরও বেশি পরিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। যা গত বছরের থেকে প্রায় ৯ হাজার বেশি।

এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ও শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষার ৭৪ দিনের মাথায় আজ সংসদ প্রকাশ করল ফল। বেলা ১o.৩০ থেকে রাজ্যের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র স্কুল কর্তৃপক্ষদের হাতে তুলে দেওয়া হবে।বেলা ১১ টার পর ফল জানা যাবে নানা ওয়েবসাইট, অ্যাপ ও এসএমএসের মাধ্যমে।

ভোটপর্ব মিটতেই রাজ্যের পড়ুয়াদের পরীক্ষার ফলপ্রকাশ শুরু হয়েছে। ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়।

উচ্চমাধ্যমিকের ফল

• যুগ্ম প্রথম-শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন   ৪৯৮

• দ্বিতীয়-সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ, ঋতম নাথ, স্বর্ণদীপ সাহা, মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র  ৪৯৬

• তৃতীয়- বর্ণালী ঘোষ, মৃণ্ময় মণ্ডল, সুপ্রিয় শীল ৪৯৪ 

• চতুর্থ- শ্রাবণ জানা, শ্রেয়সী সরকার, কমল দাস, অভিজিৎ সাহু  ৪৯১

• রাকেশ দে কলাবিভাগে প্রথম।

• পঞ্চম- সৌরভ কবরী, তীর্থরাজ রায়, শীর্ষেন্দু রায়, পুষ্পেন্দু, সূর্যতপ বসু, সাগর সরকার, সত্যম কর, বীরেশ্বর ঘোষ, সহিতাগ্নি চট্টোপাধ্যায়, অর্ক দাস, পল্লব ঘোষ ৪৯১ 

• প্রথম ১০ জনে রয়েছেল ১৩৭ জন।

• ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন

• মেয়েদের পাশের হার ৮৫.৩

•  মোট পাশের হার ৮৬.২৯ শতাংশ

• স্ক্রুটিনির আবেদন করা যাবে অনলাইনে, আজ রাত থেকেই

• ৬.২৬ শতাংশ বেশি ছাত্রী এবার পরীক্ষা দিয়েছেন।

• কমিউনিটি ডেভেলপমেন্টে আমরা দেশে প্রথম।

• কারিগরি বিষয়ের উপরও পরীক্ষা হয়েছে।

• ইংরেজির পাশাপাশি হিন্দিতেও প্রশ্নপত্র দেওয়া হয়েছে  এ বার।

• বেশ কিছু নতুন বিষয়ের সূচনা করা হয়েছে

• ৫১ বিষয়ে পরীক্ষা হয়েছে।

 

 

.

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত