পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ফলপ্রকাশ ২১ মে উচ্চমাধ্যমিক ২৭মে

Reading Time: < 1 minute

ভোটের মরসুমে বাংলার পড়ুয়াদের একের পর এক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। ২১ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। আর এদিনই জানা গেল, ২৭ মে ঘোষণা হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল৷

ওই দিন সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা। আর সকাল ১০.৩০ থেকে পরীক্ষার্থীরা ওয়েব সাইটে জানতে পারবে নিজেদের রেজাল্ট। রাজ্যে এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
উল্লেখ্য, এবছর ১৩ মার্চ শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ অর্থাৎ ৭৪ দিনের মাথায় ঘোষণা হতে চলেছে ফলাফল৷
দিনের সেরা খবর এবার হোয়াটসঅ্যাপে সাবসক্রাইব
অপরদিকে ২১ মে প্রকাশ হবে ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। ১০টা থেকে wbbse.org, wbresults.nic.in ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।
২৩ মে লোকসভা নির্বাচনের ভোটগণনা। তার দু’দিন আগেই ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ওই দিনই হাতে মার্কশিট পাবে পড়ুয়ারা। এবার মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এই বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লাখ ৬৪ হাজার ৯৮০। প্রসঙ্গত গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৫.৪৯%।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>