পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফলঃ শীর্ষে পূর্ব মেদিনীপুরের সৌগত দাস
প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। সাফল্যের নিরিখে সর্বাধিক পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ, যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ। গতবার ছিল ৮৫.৪৯ শতাংশ। মাধ্যমিকে এবার প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস। ৭০০-র মধ্যে সৌগতর প্রাপ্ত নম্বর ৬৯৪।
দ্বিতীয় হয়েছে ফালাকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়সী পাল ও কোচবিহার ইন্দিরাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় হয়েছে ক্যামেলিয়া রায় (রায়গঞ্জ গার্লস হাইস্কুল) ও ব্রতীন মণ্ডল (শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল ), প্রাপ্ত নম্বর ৬৮৯। মাধ্যমিকে এবার মেধাতালিকায় রয়েছে ৫১ জন।
এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।
.