Categories
কোথায় মা তুই গেলি চলে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
সত্যি করে বল্ তো মাগো, কেমন আছিস্ তুই?
তোর কোলেতে মাথা রেখে একটু আমি শুই।
কবেই মা তুই চলে গেছিস্ আমায় একা ফেলে
চোখের জলে দিন কেটে যায় দুঃখ ঠেলে ঠেলে।
বন্ধুরা সব ঘুরে বেড়ায় মায়ের আঁচল ধ’রে
আমিই শুধু ফুঁপিয়ে কাঁদি একটু আড়াল করে।
সত্যি করে বল্ তো মাগো, কষ্ট কি তোর হয় না?
আমায় ফেলে তারার দেশে সুখ পাওয়া যে যায় না।
তুইও কাঁদিস, আমিও কাঁদি, মাঝখানেতে দেয়াল
মাঝে মাঝে সব ভুলে যাই, তাই থাকে না খেয়াল।
ঘুমের ঘোরে সেই আমি আজ ডুকরে কেঁদে উঠি
কেমন করে বোঝাই তোকে! তুই নিয়েছিস ছুটি।
মা-হারাদের কষ্টগুলো তারাই শুধু বোঝে
বুকের মধ্যে শুধুই শূন্য মনের সাথে যোঝে।
আবার যদি জন্ম নিই মা আসবো ফিরে আমি
তোর কোলেতে থাকবো সুখে স্বর্গ হ’তেও দামি।