| 20 এপ্রিল 2024
Categories
অনুবাদ অনুবাদিত কবিতা

অনুবাদ কবিতা: উইলিয়াম কসমো মঙ্কহাউসের লিমেরিক

আনুমানিক পঠনকাল: 3 মিনিট

ভূমিকা ও অনুবাদ : জিললুর রহমান

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,William_Cosmo_Monkhouseউইলিয়াম কসমো মঙ্কহাউস ছিলেন একজন ইংরেজ কবি ও সমালোচক। তাঁর জন্ম ১৮৪০ সালের ১৮ মার্চ এবং মৃত্যু ২০ জুলাই ১৯০১। ১৮৬৫ সালে প্রথম কবিতার বই “অলসতার স্বপ্ন এবং অন্যান্য কবিতা” (A Dream of Idleness and Other Poems) প্রকাশিত হলে বেশ প্রশংসিত হয় এবং সাড়া পড়ে যায়। ১৮৬৮তে তিনি লেখেন উপন্যাস “সম্মানের একটি প্রশ্ন” (A question of honour). এর পরে তিনি শিল্প সমালোচনায় মনোনিবেশ করেন এবং প্রকাশ করেন একে একে “মহান শিল্পীদের সিরিজ” (১৮৭৯) (Great Artists Series), মহান লেখকদের সিরিজ (১৮৮৭)(Great Writers Series), চাইনিজ পোরসেলিনের ইতিবৃত্ত (১৯০১) (A History and description of Chinese Porcelain)। তিনি সমালোচনার ক্ষেত্রে কাউকে রুষ্ট না করে মতদ্বৈততা প্রকাশ করতে পারতেন চমৎকার দক্ষতার সাথে। সমালোচক হিসেবে তিনি নিরপেক্ষতা ও যোগ্যতার জন্যে যথোচিত সম্মানও পেয়েছেন। কবি হিসেবেও তাঁর ব্যাপকতা ও ঐকান্তিকতা ছিল উল্লেখযোগ্য। অন্যান্য কবিতার পাশাপাশি তিনি বেশ কিছু লিমেরিকও লিখেছেন যা পাঠকদের সে সময়কালে বেশ আমোদ দিয়েছিল।এখানে তার কয়েকটি লিমেরিক অনূদিত হলো।


Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

এক বুড়া ছিল লাইমে

এক বুড়া ছিল লাইমে
বিয়ে করেছিল একসাথে তিনটে
প্রশ্ন করলে “তৃতীয়টি কেন ভাই?”
সে বলে বসে “একটিতে অসম্ভব তাই”
আর দ্বিচারিতা অপরাধে বটে 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

সে এক যুবতী ছিল নাইজারে

সে এক যুবতী ছিল নাইজারে
হেসে চড়ে বসে এক বাঘেরই ঘাড়ে
তারা ফিরে আসে ভ্রমণের শেষে
ভদ্রমহিলা তখন ভেতরে অবশেষে
আর সে বাঘের মুখে হাসি খেলা করে


আরো পড়ুন: গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের তিনটি অনুবাদ কবিতা

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

এক যে ছিলো লাহোরের মেয়ে

এক যে ছিলো লাহোরের মেয়ে
তার পেছনটা এতটা বেঢপ লাগে
যেমন কেউ ভেবে পায় না কোথায়
একটি চেয়ার নিয়ে বসায়
অগত্যা তাকে বসতে হলো মেঝেতে

 

 

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

 

 

এক বুড়ো সাধু ছিল ব্যাসিঙের

এক বুড়ো সাধু ছিল ব্যাসিঙের
সালাদগুলো যার হতো চমৎকার

তবে পাপ স্বীকারোক্তির পাদ্রীকে সে বলে
বখতে-নাসার মদ্য রাখার সুবিশাল পাত্রে
সে ঈঙ্গিত পেত ঘসবার

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com,line art

এক যুবতীর নাম লরা

এক যুবতীর নাম লরা,
ভ্রমণ করেছে যে বুনো আঙ্গোরা,
সে ফিরেছে পিঠে চড়ে এক ছাগলের 

নোট নিয়ে প্রাণী আর উদ্ভিদবিজ্ঞানের

কী চমৎকার এক কোট পরা

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

উইলটসের এক যুবতী মেয়ে

উইলটসের এক যুবতী মেয়ে,
স্কটল্যান্ড পর্যন্ত যায় রন-পা নিয়ে;
এটা বেশ বেদনার, যখন তারা বলে,
এত বড়সড় মোজা দূর হতে দেখা গেলে,
উত্তরে বলে: “কেমন তবে আজানুলম্বা স্কার্ট বিষয়ে?”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত