মহাকাব্যিক ফাইনাল জিতলেন নোভাক জোকোভিচ।
মহাকাব্যিক ফাইনাল জিতে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। খেলার ফল জোকারের অনুকূলে ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২।
প্রথম সেট টাইব্রেকারে জিতে নেন নোভাক। তার পরে দ্বিতীয় সেটে ফেডেরার ৬-১ দুরন্ত ভাবে ফিরে আসেন। তৃতীয় সেট জোকোভিচ জিতে নেন ৭-৬ (৭-৪)। চতুর্থ সেট আবার জেতেন ফেডেরার। পঞ্চম সেট দেখল এক অন্য লড়াই। একসময়ে ৪-২ এগিয়ে গিয়েছিলেন নোভাক। তার পরে দারুণ ভাবে প্রত্যাবর্তন ঘটে ফেডেরারের। মরিয়া লড়াই করলেন দুই সুপারস্টার। শেষ মেশ জোকার জিতলেন। হার মানলেন ফেডেরার।
এই দুই প্রতিপক্ষ যত বারই মুখোমুখি হয়েছে, তত বারই তাঁদের র্যাকেট ঝলসে উঠেছে। এই দুই তারকার ম্যাচ জন্ম দিয়েছে টেনিস মহাকাব্যের। আজ, রবিবারের ফাইনাল বোধহয় আগের সব লড়াইকে ছাপিয়ে গেল।
২০১৭-এর পরে ফের ফাইনালে ফেডেরার। এ বারের টুর্নামেন্টে সেমিফাইনালে রাফায়েল নাদালকে উড়িয়ে দেওয়ার পরে ফাইনালে মুখোমুখি জোকার ও ফেড-এক্স। চোট আঘাতে জর্জরিত হওয়ার পরে ৩৭ বছর বয়সি ফেডেরার-এর প্রত্যাবর্তন প্রমাণ করে দেয় যে, বয়স নিতান্তই একটা সংখ্যা।