সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭১ লক্ষ ৯৩ হাজার ৪৭৬। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের ছোবলে মারা গিয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৬১৮ জনের। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড ১৯ টেকনিক্যাল প্রধান মারিয়া ভন কেরখোভ জানিয়েছেন, অ্যাসিম্পটম্যাটিক ( asymptomatic people) অর্থাৎ উপসর্গহীন রোগীদের থেকে সংক্রমণের সংখ্যা খুবই কম। এমন ঘটনা বিরল।
এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর ট্রেডরস অ্যাধানম জানিয়েছেন, গত ১০দিনের মধ্যে নয় দিনে বিশ্বের প্রতিদিন গড়ে এক লক্ষ মানুষ সংক্রামিত হয়েছে। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল এক লক্ষ ৩৬ হাজারেরও বেশি। একদিনের এই হিসেব এখনও পর্যন্ত সর্বকালের রেকর্ড। কিছুদিন আগে পর্যন্ত অ্যাসিম্পটম্যাটিক (asymptomatic) সম্পর্কে সতর্কবার্তা দিয়ে সচেতন করার চেষ্টা করেছিল হু। এদিন লক্ষণহীন রোগীদের নিয়ে কোনও উদ্বেগ নেই বলে নতুন বার্তা দিল হু। এদিন ভার্চুয়াল বৈঠকে জানানো হয়েছে, অ্যাসিম্পটম্যাটিক বা উপসর্গহীন আক্রান্তদের থেকে সংক্রমণের ভয় নেই। যদি সংক্রমাতি হয়ে থাকে, তাহলে তা বোঝা যাবে না । তবে এ বিষয়ে আরও গবেষণা দরকার। প্রযোজন পরিসংখ্যানেরও। মারিয়া ভন জানিয়েছেন, যে সব দেশে অ্যাসিম্পটম্যাটিক লক্ষণ দেখা দিয়েছে, সেই সব দেশের সরকারের উচিত শরীরের উপসর্গ রয়েছে, এমন রোগীদের খুঁজে বের করে চিকিত্সা দ্রুত শুরু করা।
বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।