Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

কোভিড ১৯ লক্ষণহীন রোগীদের থেকে সংক্রমণের সম্ভাবনা বিরল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reading Time: < 1 minute

সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭১ লক্ষ ৯৩ হাজার ৪৭৬। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের ছোবলে মারা গিয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৬১৮ জনের। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড ১৯ টেকনিক্যাল প্রধান মারিয়া ভন কেরখোভ জানিয়েছেন, অ্যাসিম্পটম্যাটিক ( asymptomatic people) অর্থাৎ উপসর্গহীন রোগীদের থেকে সংক্রমণের সংখ্যা খুবই কম। এমন ঘটনা বিরল।

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর ট্রেডরস অ্যাধানম জানিয়েছেন, গত ১০দিনের মধ্যে নয় দিনে বিশ্বের প্রতিদিন গড়ে এক লক্ষ মানুষ সংক্রামিত হয়েছে। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল এক লক্ষ ৩৬ হাজারেরও বেশি। একদিনের এই হিসেব এখনও পর্যন্ত সর্বকালের রেকর্ড। কিছুদিন আগে পর্যন্ত অ্যাসিম্পটম্যাটিক (asymptomatic) সম্পর্কে সতর্কবার্তা দিয়ে সচেতন করার চেষ্টা করেছিল হু। এদিন লক্ষণহীন রোগীদের নিয়ে কোনও উদ্বেগ নেই বলে নতুন বার্তা দিল হু। এদিন ভার্চুয়াল বৈঠকে জানানো হয়েছে, অ্যাসিম্পটম্যাটিক বা উপসর্গহীন আক্রান্তদের থেকে সংক্রমণের ভয় নেই। যদি সংক্রমাতি হয়ে থাকে, তাহলে তা বোঝা যাবে না । তবে এ বিষয়ে আরও গবেষণা দরকার। প্রযোজন পরিসংখ্যানেরও। মারিয়া ভন জানিয়েছেন, যে সব দেশে অ্যাসিম্পটম্যাটিক লক্ষণ দেখা দিয়েছে, সেই সব দেশের সরকারের উচিত শরীরের উপসর্গ রয়েছে, এমন রোগীদের খুঁজে বের করে চিকিত্‍সা দ্রুত শুরু করা।

 

 

 

 

 

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>