জুয়া খেলার অপরাধে গাধা গ্রেফতার
গাধা খেলছে জুয়া? এমনও সম্ভব? পাকিস্তান হলে বলা যেতেই পারে সম্ভব! কারণ জুয়া খেলার অপরাধে সেখানে এক গাধাকে গ্রেফতার করেছে পুলিশ। ছাড়া তো দূরের কথা, তাকে বেঁধে রাখা হয়েছে থানার বাইরে।
গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে। পুলিশের অবশ্য দাবি, গাধাদের রেস করে জুয়া খেলছিল কয়েকজন। ওই ঘটনায় আটজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১.২ লক্ষ টাকা।
কিন্তু তা বলে গাধাকেও গ্রেফতার? পুলিশের তরফে বিষয়টি যতটা সম্ভব এড়িয়ে যাওয়া হয়েছে। তবে পাকিস্তানের এক সাংবাদিক গাধা-সহ ধৃতদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দিতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। ওই সাংবাদিক লিখেছেন, ‘জুয়ার দৌড়ে অংশ নেওয়া জন্যে রহিম ইয়ার খান শহরে একটি গাধাকে গ্রেফতার করা হয়েছে। ৮ জন মানুষকেও অবশ্য আটক করা হয়েছে, সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।’
ওই থানার এক পুলিশ আধিকারিক অবশ্য জানিয়েছেন, ‘গাধাটিকে গ্রেফতার করা হয়েছে। কারণ বাকিদের সঙ্গে গাধাটির নামও এফআইআর-এ ছিল। থানার বাইরে গাধাটিকে আপাতত বেঁধে রাখা হয়েছে।’

বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্যে ইরাবতী নিউজ ডেস্ক। খেলাধুলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে ফিচার ও বিশ্লেষণ।