| 20 এপ্রিল 2024
Categories
কবিতা সাহিত্য

জহির খানের কবিতাগুচ্ছ

আনুমানিক পঠনকাল: 2 মিনিট

মিস ইউ

খুব কী জরুরী এখন এমন প্রস্থানে প্রিয়তু
পাঠে অপাঠে কিছু সময় থাকতেই পারতে

আজ আহ্ কী মায়ায় কায়ায়
কিছু মেঘ বুকের বাম পাশটায়
খুব করে কাতরাচ্ছে কাঁদছে
এই শাদা শূন্য রাত বিরাতে
যুগল স্রোতের পাল তাড়িয়ে

এই বেশ ভালো নেই- এখন
মুখের ব্রুন ও চোখের নিচে কালো দাগ
সেই সাথে ভালো নেই হাত ও পায়ের নখ
ভালো নেই মন খারাপ করতে নেই
ভালো নেই পাশে আছি এইসব কথালিপি
ভালো নেই   ভালো নেই   ভালো নেই
মনে পড়ে মনে করে যাপনের সুখ…

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

এমন কিছু কথা বলছি প্রতিনিয়ত

বন্ধু আমার মায়ায় জড়িয়ে থাকো… থাকো
এই হবে বন্ধু আমার পূর্নতা পুজো… প্রার্থনা
কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম আমার
আসো পড়াই পড়ি আমরা অর্ধেক জীবন

কসাই খানায় আঁকি অর্ধেক জীবন ছবি
কাল্পনিক অস্তিত্বের জন্যই অপেক্ষা করি

কথা ছিলো কোন একদিন…
পূর্নিমার আলো চুরি করবো
চুরি করবো ঘাসফুলের গন্ধ
কিছুই হলোনা কিচ্ছুতেই না

বাক্সবন্দি হয়ে মিউজিয়ামে গেলো পূর্নিমার আলো
ঘাসফুলের গন্ধ ছড়িয়ে পড়লো কারো কারো গায়ে

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

বাঙালী নদী

তোর মায়ায় জড়িয়ে জাতি-বর্ণ চিহ্নিত প্রেম
আমার আজন্মকাল
মায়াময় তোর দেহে উঠে আসে
পশ্চিমাঞ্চলের স্রোত ও সময়…

আহ্ কি মায়ায় এই শহরের অসংখ্য জীবন
উঁকি মারে ঢেউ খেলে জরায়ুর খুব গহিনে

তবু এমন সব জলের কথোপকথন
নামমাত্র মুল্যে বরাদ্দ দেওয়া হয়েছে
বরাদ্দ দেওয়া হয়েছে তার অতীত…

আর
ভুলবাল ঠকঠক করে কাটাই সময় সরকার

এখন বাঙালি নদী আমায় নিয়ে চলো
তোমার জলে কিংবা ডাঙায় বর্তমানে
যেখানে মৃত কোন গল্পের নায়ক নেই
আছে জেলে আর তাঁতিদের গভীর প্রেম
আর বুননকৌশল আবিষ্কার ইতিহাস…

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

ধুলোর শহরে শুধুই আমি একা

এইযে মেঘ আকাশ জুড়ে আছে
জমে থাক তুমুল হাওয়ার বেগে
একটু আধটু ভালোলাগার ছায়ায়
ধুলোর শহরে শুধুই আমি একা

একটু পরেই বৃষ্টি হবে ঝিরিঝিরি
মাঠের পর মাঠ দৌড় ছাগলছানা
কানামাছি ভোঁ, দৌড়ে গোল্লাছুট

এইযে আমি বর সেজে বসেছিলাম
আষাঢ়-শ্রাবণ বরষার উঠোন জুড়ে
কনের খোঁজে মিছে মিছে গেলো
আমার এক সরষে ইলিশ যৌবন

এখন একটু আধটু টিপটিপ শব্দে
ঘুম ভাঙলে শুধুই আড়াল, দেয়াল

তবু প্রেম আমার খুন হলে পরে
হবে রক্তপাত এই শহরের বুকে

Irabotee.com,irabotee,sounak dutta,ইরাবতী.কম,copy righted by irabotee.com

স্বভাবের নাথিং

কৃত্রিম প্রেমেদাগে দিবাগত রাত ভোর কলা
                      খুচরো আলাপে মেতে স্বজন
খুব করে জাগে  জেগে আমি
                          প্রিয় সব সময়ের ঘোড়া…
তবুও তার স্বভাবের নাথিং
দূরে একদল চুতিয়া উপাস্যদের
                                                মহান হতে হবে
এই হলো ভাব খুব প্রেম আমাদের সময় স্বজন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: সর্বসত্ব সংরক্ষিত