| 12 মার্চ 2025
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: জিগোলো । মীরা মুখোপাধ্যায়

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

আজ তার জন্মদিন, সম্ভবত সন্ধ্যের দিকে

মা না থাকলে যা হয়……
মায়ের অকালমৃত্যু তাকে কিন্তু  স্বস্তি দিয়েছে।
 
ফেসবুক দেখে মহিলা বলেছিল
হ্যাপী বার্থডে নীরজ
আজ তুমি বাড়ি যাও, এনজয় ইয়োরসেল্ফ
সে একটা জিগোলো, কিচ্ছু না করতে পেরে
কাউকে না বলতে পেরে….
কিন্তু বাড়ি গিয়ে কি করবে নীরজ !
কার কাছে উপড়ে দেবে টসটসে ফুসফুস দুটো !
 
নীরজ তরফদার, কাউকে যে ঠিকানা বলে না
রোদচশমার নিচে চোখ ঢেকে 
অফিস  অফিস খেলে 
সে একটা জিগোলো,আজ তার জন্মদিন 
error: সর্বসত্ব সংরক্ষিত