শারদ অর্ঘ্য কবিতা: তুলা-চিৎকার । সৌমনা দাশগুপ্ত
ক্রাচে ভর দিয়ে গান আসে আজকাল
কথায় কথায় নামে বৃষ্টি বজ্র-বিদ্যুৎসহ
কীটনাশকের গন্ধে ভরে যাচ্ছে ঘর
ছিপ ফেলে বসে থাকি… হুইল গোটাই
নোঙর উঠিয়ে চলে যাচ্ছে জাহাজ
ছড়িয়ে ছেৎরে যাচ্ছে একটি কমলালেবু
আকাশে ও জলে
দপদপ করে ওঠে ফুল
মেঘের রেশমপথে ফুটেছে অলীক
তামারং আকাশের গলিঘুজি চুইয়ে
নামছে জলের মতো কিছু
মাথার ভেতরে নড়ে চাঁদের শলাকা
একা মেঘ ডেকে যায় গ্রহণের রাতে
ফাটছে আঙুর, একলা মানুষ ফাটে
ওড়ে তার তুলা-চিৎকার
কবি ও গদ্যকার।
প্রকাশিত কবিতাবই-
১। বেদপয়স্বিনী(২০০৬), কৃত্তিবাস প্রকাশন।
২। খেলাহাট(২০০৮), সপ্তর্ষি প্রকাশন।
৩। দ্রাক্ষাফলের গান(২০০৮), যাপনচিত্র প্রকাশন।
৪। ঢেউ এবং সংকেত(২০১৮), সৃষ্টিসুখ প্রকাশন।
৫। জিপার টানা থাকবে(২০১৯), সৃষ্টিসুখ প্রকাশন।
৬। অন্ধ আমার আলোপোকা(২০১৯), ধানসিড়ি প্রকাশন।
৭। সাপ ও সিঁড়ির সংলাপ(২০২১), ক্রৌঞ্চদ্বীপ প্রকাশন।
৮। রৌদ্রগণিকার পথ(২০২২), আদম প্রকাশন।
৯। নির্বাচিত কবিতা(২০২৩), আলোপৃথিবী প্রকাশন।
প্রকাশিতব্য কবিতাবই: (বিজন গুম্ফার দিকে, সৃষ্টিসুখ প্রকাশন)
প্রকাশিত উপন্যাস: মাশান রহস্য(২০২০), সৃষ্টিসুখ প্রকাশন।
২০০৮সালে ‘কৃত্তিবাস’ পুরস্কার পেয়েছেন প্রথম কাব্যগ্রন্থ ‘বেদ পয়স্বিনী’-র জন্য।