| 6 অক্টোবর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: ধারাবাহিক । মনোনীতা চক্রবর্তী

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

গাছের মতো গুছিয়ে রাখতে পারবে? পারবে,

সবটুকু আলোছায়ায় ঘিরে রাখতে?

এত্তখানি মেঘ হতে? জলনূপুর পায়ে বৃষ্টি হতে?

পাতাদের গায়ে লেগে থাকা সব ধুলো ধুয়ে দিতে?
যদি পারো, এসো।
নইলে সরে যাও…

নইলে সরে যাও, বন্দিকাল; দুঃসহ বাতাস
সরে যাও ফ্যাকাশে সন্তাপ।
গোলাগুলির গলি থেকে যে-গুল্ম
রাতজাগা প্রহরে তানপুরা জড়িয়ে গায় বিলম্বিত;
সেই সুরটুকু থাক পুরনো কবিতার মতো,
অকৃত্রিম কান্না অথবা, অখণ্ড বালিকাবেলার মতো।

অকৃত্রিম কান্নার মতো পারবে ভেসে যেতে?
কুন্দফুলের মালা হাতে কমলিনী-র ভেঙে পড়া
চোখ দুটির দিকে তাকাতে?

গর্ভবতী কাশবনের উতলা বুকে নিরাময় লিখতে? পারবে,

ওই বিষণ্ন গাছটির বুকে অক্ষরসমূহ গুছিয়ে রাখতে?

ধারাস্নানে মুক্ত শ্বাসেদের দু-হাতে হৈহৈ উড়িয়ে দিতে?

যদি পারো, এসো।
নইলে সরে যাও..
যাও সরে…

error: সর্বসত্ব সংরক্ষিত