| 6 অক্টোবর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: অপেক্ষার সন্ধে ।সুপ্তশ্রী সোম

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আজ বহুদিন পর 
এ শহরে রামধনু এলো 
শরীরে শরীর মিলিয়ে 
কিছু রঙ মেখে নিই নিজের বিবর্ণ শরীরে 
অমনি জোনাকিরা টুপটুপ আলো জ্বেলে ওড়ে 
তারপর নিয়ন সন্ধ্যা 
আলো ঝলমল বাসস্টপে ঘরে ফেরার গান   
ঘরের ভিতরে রামধনু  রঙ এখন এক টুকরো আগুন হয়ে অপেক্ষায়।
তুমি ফিরলেই আমি রঙ দেশলাই হবো।
error: সর্বসত্ব সংরক্ষিত