Categories
শারদ অর্ঘ্য কবিতা: আমাদের মাও সে তুঙে । সব্যসাচী মজুমদার
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
আমাদের মাও সে তুঙে
কী দারুণ টপ্পা ওঠে!
আমাদের সব বাজুকার
স্থিতিশীল বন্ধু জোটে
ওরা মাছ ধরতে পারে
তাও ওরা শস্য চাষী …
আমাদের !পাগল পাগল
নিয়ে গাল গল্প সাজি
সাজি কার আম্রবনও?
হাসি তার স্বল্প আলোয়…
সে মানুষ গাইছে ভাসান
তার প্রতিপক্ষরা শোয়?
আমাদের মন পুড়েছে
আমাদের মন না মাসি?
ক্রিস্টাল জ্বলছে কেবল
যতদূর ঘুরতে আসি…
বাংলা ভাষার ছাত্র। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে উনিশশো চুরাশি সালে জন্মালেও বনগাঁয় বেড়ে ওঠা।
সর্বক্ষণের রাজনৈতিক কর্মী বাবার কাছেই প্রথম কবিতা পড়তে শেখার শুরু। ইতিপূর্বে ‘মেঘ আর ভাতের কবিতা’, ‘আজন্ম ধানের গন্ধে’ , ‘তৃতীয় পৃথিবী’,’আত্মভুক’ ও ‘ধান আজ প্রথম রামধনু দেখল’ নামক পাঁচটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কাব্য গ্রন্থ আলোচনা ও প্রবন্ধ লিখেছেন অনেক।বই পড়া, ভারতীয় মার্গীয় সংগীত শোনা আর কবিতা লেখাকেই জীবন যাপনের উপায় বলে মনে করেন। বিশ্বাস করেন যৌথখামারের স্বপ্নে।