| 5 ফেব্রুয়ারি 2025
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: বাসে যেতে যেতে । রিমি দে

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট


আলোরা খেলুড়ে
ছায়া ছায়া রোদ আছড়ে পড়ে
থোকা আঙুরের বিষণ্ণ মায়া
খেলে চলাচল করে
চরাচর জুড়ে লালচে অন্ধকার

মাঝ নদী কি আঁধার কেড়ে নিয়ে অধরে

হাত রেখে বলে দেয় এ জীবনে শুধু জন্ম-মৃত্যু খোলা
যেন কোন লতানো বাগান থেকে কচি পালকেরা গুচ্ছ গুচ্ছ নরম ঢেলে দেয়
ঠোঁট বুক ছুঁয়ে হাতের গভীরে এসে বলে

এই দেখো,’হাত নয়,হাতের অভ্যেস রাখা আছে হাতের ভেতর’

পড়ে থাকে ভাটিয়ালি সুর মাঠের সবুজ আদরে

যেন আমি এক অন‍্য আমি ভাদ্রের ভোরে রাঙা হয়ে গেছি

error: সর্বসত্ব সংরক্ষিত