| 8 মে 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: জানলা । বিজয় সিংহ

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

মরাদের শুশ্রুষায় আছি, তোমার ভ্রান্তিকে নূর ও নসিব মনে হয় 

রাজনৈতিকসম হারামি দেখিনি

যথা তোমার শরীর

বুক উপুড় মুখকেই পরীক্ষিত সত্য বলে গ্রহণ করেছে কিন্তু

সেতো বুদবুদ তাতে কিলবিল করেছে সৌরগন্ধী পোকা

আর ভাবো ১০টা ৫টার সামান্য লোক আহা তারওতো খিদে তেষ্টা পায় খুব

তেষ্টা পেয়েছিল সশস্ত্র যুদ্ধের পর

সমস্ত কম্পন সরিয়েছি 

পেরিয়েছি নালি ঘা গণচিতা তথা

শত অশ্রুময়

কাঁচের ভিতর কাচ

আয়নার ভিতরে দীর্ঘ বর্তুল আয়নারা

      পেরিয়েছি

আগুনের দাউদাউ জানালা সব

উড়েছিল

     মেঘহীন

          অশ্রুপাতহীন

                 ডানাহীন হয়ে

   

error: সর্বসত্ব সংরক্ষিত