| 2 মে 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: তুলা-চিৎকার । সৌমনা দাশগুপ্ত

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট

  

 

ক্রাচে ভর দিয়ে গান আসে আজকাল

 

কথায় কথায় নামে বৃষ্টি বজ্র-বিদ্যুৎসহ

কীটনাশকের গন্ধে ভরে যাচ্ছে ঘর

 

ছিপ ফেলে বসে থাকি… হুইল গোটাই

 

নোঙর উঠিয়ে চলে যাচ্ছে জাহাজ

ছড়িয়ে ছেৎরে যাচ্ছে একটি কমলালেবু

আকাশে ও জলে

 

দপদপ করে ওঠে ফুল

মেঘের রেশমপথে ফুটেছে অলীক

 

তামারং আকাশের গলিঘুজি চুইয়ে

নামছে জলের মতো কিছু

মাথার ভেতরে নড়ে চাঁদের শলাকা

একা মেঘ ডেকে যায় গ্রহণের রাতে

 

ফাটছে আঙুর, একলা মানুষ ফাটে 

ওড়ে তার তুলা-চিৎকার

error: সর্বসত্ব সংরক্ষিত