আনুমানিক পঠনকাল: 2 মিনিটশতাব্দী শতাব্দী ধরে পুরুষ সিংহের কাছে
এই পথে হেঁটে, বহুদূর হেঁটে
আমাদের নিঃস্ব প্রজন্মগুলি
অবিরাম তোমারই উন্মুখ আহ্বান
ডেকে নেয় আমাদের সাহসী সংকল্পের দৃঢ়তায়
চৈতন্য জুড়ে অভূতপূর্ব জাগরণ
অম্লান বিস্ময় তুমি প্রাজ্ঞ পুরুষ
মহাকালের সীমানায় দাড়িয়ে থাকো
বরং আমাদের রথযাত্রা হোক মানবতার দিকে
আমরা হিংসা বিজয় করে ফিরি
আর একটি অহিংস পৃথিবীর দিকে
আজ ও আগামীকাল এই শপথ নিতে থাকি
সৌভাগ্যের দরজার কাছে বসে থাকি
পাহাড়ে ও বনে ডাকছে নিশাচর।
স্বপ্নের বিছানায় সৌভাগ্য কি ঘুমুচ্ছে এখন?
আলতা রাঙা পায়ে তার সুষমা বৈভব
চুলেও লেগেছে রঙ বিদ্যুৎবেলার।
হাওয়া বইছে ওর জানালায়, খুব ভালো হাওয়া
চাঁদ একা চুপিচুপি চুম্বন পাঠায়…
রাত বেড়ে যাচ্ছে জীবনের ভেতরে বাহিরে
থেকে থেকে ডাকছে ক্লান্ত নিশাচর
অন্ধকারে সব ক্ষত ধুয়ে নিই
তারপর নক্ষত্রের আলোয় ঢেকে রাখি
রক্ত ক্ষরণের সেই গোপন প্রবাহ
টের পাও কেউ ? কেউ টের পাও ?
সমস্ত অবিশ্বাসের কাছে আমিও বিশ্বস্ত গান
দূর রাস্তার ধারে যেখানে ঔরস এক
মানবিক বোধ চায় অথবা পড়তে আসে বোধের স্কুলে
সেও জানে প্রজাপতি মরে গেলে
পথের পাশেই এক পথ পড়ে থাকে
প্রতিদিন অনাবিষ্কৃত এবং অচেনা
লাল টুকটুকে বন্য ফুল ফোটে
একপাল পায়রার ওঠানামা দেখি
আলো-আঁধারির একতারায় সুর কেটে কেটে যায়
আজও তুমি সংহারিণী দুর্গতিনাশিনী
আজও তুমি বরাভয় আলো সঞ্চারিণী
তবু আমার আকাশখানি কেন তবে ছোট?
হইচই আছে তবু নেই আনন্দের ডাক
মানব-দিঘিতে রোজ কত পদ্ম ফোটে
তোমার পূজার পদ্ম তুলে জমা করি
তুমি এক সর্বব্যাপী মানবিক বোধ।
এপাশে খুঁজে দেখি : কেউ নেই
ওপাশে খুঁজে দেখি : কেউ নেই
এপাশ ওপাশ জুড়ে শুধু মরীচিকা
আমি তবে কার গর্ভে জন্মালাম?
একখণ্ড আকাশ বৃষ্টির অক্ষরে চিঠি লেখে
এক ঝলক বাতাস উড়িয়ে দেয় ধুলো
আমার নিগূঢ় ধান, আমার নিগূঢ় চাষ
মাঠ আর মহিমার সূর্য, নিগূঢ় পাখির গান
রোজ ফিরে আসে মরীচিকার মেয়ে…
তবু হাওয়া কলঙ্কিত করে, উড়িয়ে আনে ছাই
শব্দের চন্দ্রযানে চলে যেতে চাই নষ্ট মহাকাশ
সমস্ত শোকাঞ্জলির পর, হে জীবন
বসতে চাইছ অনুকরণ-প্রিয়ার পাশে!
প্রজাপতি ধরতে চাইছ নতুন বার্ধক্যে এস
জন্ম: ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে ।পিতা ও মাতার নাম :জিকির খান ও নওরাতুন । বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশুনো । প্রেমেন্দ্র মিত্রের কবিতায় পি এইচ ডি। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রথম কাব্যগ্রন্থ ‘কোথায় পা রাখি’(১৯৯৪)। কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, উন্মাদ বিকেলের জংশন, স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি, নির্ঘুমের হ্রস্ব ধ্বনি, আকাঙ্ক্ষার ঘরের জানালা, সভ্যতা কাঁপে এক বিস্ময়ের জ্বরে, সর্বনাশের ডায়েরি ইত্যাদি ।পুরস্কার পেয়েছেন :কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য পুরস্কার, নতুনগতি সাহিত্য পুরস্কার ইত্যাদি ।
ঠিকানা :
রামরামপুর (শান্তিপাড়া),
ডাকঘর রামপুরহাট,
জেলা বীরভূম,
পিন কোড ৭৩১২২৪,
পশ্চিমবঙ্গ, ভারত ।
ফোন ৯৩৩২৯৯১২৫০
Related