| 6 অক্টোবর 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য কবিতা: দ্রাঘিমালন্ঠন-৩০ । সাজ্জাদ সাঈফ 

আনুমানিক পঠনকাল: < 1 মিনিট
ক্রোধের সাথে ফুল, চোটের সাথে গোধূলি কি সুন্দর আপোষ করে টিকে থাকছে দেখো, যেমন সাম্রাজ্যের আগুনে মাঝেমধ্যে খুব আয়েশ করে বসতেন মহর্ষি তানসেন, এইভাবে জীবন ও জাগতিক লাভ ক্ষতি সমার্থক।
যেমন তোমার চিঠির গোছা বেয়ে লাল পিঁপড়া উঠে আসছে ধীরে, মনোযোগে চির ধরাচ্ছে লোডশেডিং; যেমন বেণী সাঁতরে উজান আসছে নেমে একেকটা কবিতায়। কাছেই কোথাও গর্জে উঠছে মিছিল, শ্লোগানে। শ্রমেঘামে প্রতারিত জীবনযাত্রায় সন্ধ্যা ও সান্ধ্য আড্ডা আমাদের লোকোত্তর সম্পদ, অপ্রকাশ্যে কিছু ক্ষোভ জনপদে অথই এখন। 
যে-রকম একটা সাপের গায়ে ধাক্কা লেগে ফোস করে ওঠে ঘাসফুল নিমেষেই!
error: সর্বসত্ব সংরক্ষিত