Categories
পদ থেকে ইস্তফা দেবেন থেরেসা মে
আনুমানিক পঠনকাল: < 1 মিনিট![ইরাবতী ডেস্ক]()
ব্রেক্সিট নিয়ে পরবর্তী দরকষাকষির আগে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন থেরেসা মে। টোরি এমপিদের এমন প্রতিশ্রুতিই দিয়েছেন তিনি। থেরেসা বলেন, ‘সংসদীয় দল কী চাইছে তা স্পষ্ট বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি নতুন ভাবনা- ব্রেক্সিট নিয়ে দরকষাকষির দ্বিতীয় পর্যায়ে নতুন নেতৃত্বের প্রয়োজন পড়ছে। আমি সেই পথে বাধা হয়ে দাঁড়াব না।’ সেক্ষেত্রে পরবর্তী নেতা হিসেবে নাম উঠে আসছে ডমিনিক রাব, বরিস জনসন, সাজিদ জাভিদের মতো নেতাদের।
২০১৬ সালের ২৩ জুন এক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে রায় দেন ব্রিটেনের নাগরিকরা। গত তিন বছর ধরে ব্রেক্সিট নিয়ে নানা নাটক চলছে রানির দেশে। মে’র বুধবারের ঘোষণা তাতে নতুন মাত্রা যুক্ত করল। যদিও ব্রেক্সিটের রূপরেখা এখনও স্পষ্ট নয়।
সূত্রঃ এই সময়
![ইরাবতী ডেস্ক](https://irabotee.com/wp-content/uploads/2021/12/irabotee-cover-e1640636602578-150x150.jpg)