| 3 মে 2024
Categories
শারদ অর্ঘ্য ২০২৩

শারদ অর্ঘ্য প্রবন্ধ: বাংলাদেশে  রবীন্দ্রচর্চা । দিলীপ মজুমদার

আনুমানিক পঠনকাল: 18 মিনিট

১.

১৯৮৬ সালে ঢাকার বাংলা একাডেমি প্রকাশ করেন ‘ বাংলাদেশে রবীন্দ্রচর্চা : রচনাপঞ্জি’ । এটি সম্পাদনা করেছিলেন  মুহম্মদ আবদুর রাজ্জাক , আমিরুল মোমেনীন , নুরুল ইসলাম , এ.এস.এম. এনায়েত করিম , মুহম্মদ আবদুল ওয়াহাব । বইটির ভূমিকায় মুহম্মদ আবদুর রজ্জাক লেখেন :

                                                                  “কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি যে সব গ্রণ্থ প্রকাশের কর্মসূচি গ্রহণ করেছে , তারই অংশ হিসাবে বাংলাদেশে রবীন্দ্রচর্চা বিষয়ক একটি রচনাপঞ্জি প্রণয়নের দায়িত্ব আমার উপর অর্পিত হয় । ১৩৫৪ সালে (১৯৪৭ খ্রিস্টাব্দে) দেশ বিভাগের পর থেকে ১৩৯২ সালে চৈত্র পর্যন্ত গত ৩৮ বছরে  বাংলাদেশে (তৎকালীন পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে ) রবীন্দ্রনাথ সম্পর্কে যে সব গ্রন্থ রচিত এবং এখানকার উল্লেখযোগ্য পত্র-পত্রিকায় যে সব প্রবন্ধ ছাপা হয়েছে , গ্রন্থাগার বিজ্ঞানভিত্তিক বিবরণী ও উৎস-নির্দেশসহ সে সবের একটি সুবিন্যস্ত তালিকাই ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা : রচনাপঞ্জি’ নামে প্রকাশিত হল । “

এই ৩৮ বছরের সময়কালের মধ্যে মোট ৪৭টি গ্রন্থ প্রকাশিত হয় :

                                         আনন্দের মৃত্যু নেই / মহাদেব সাহা / বাংলা একাডেমি / ১৯৮৪ ।।  আরেক  কালান্তরে / আহমদ রফিক / বাংলা একাডেমি / ১৯৭৭ ।।     কবিগুরু রবীন্দ্রনাথ / খায়রুল বাশার / প্রকাশ ভবন / ১৩৭৩    ।।     কুটিরবাসী রবীন্দ্রনাথ / মৈত্রেয়ী দেবী / মুক্তধারা / ১৯৭৫ ।। কুমুর বন্ধন / সিরাজুল ইসলাম চৌধুরী / ধানশিস / ১৯৮২     ।।   চেনা অচেনা রবীন্দ্রনাথ / আবু মোহাম্মদ মোজাম্মেল হক / রংপুর সাহিত্য পরিষদ / ১৩৮৯   ।। ছোটদের কবি রবীন্দ্রনাথ  / মিজানুর রহমান শেলি সম্পাদিত / সাহিত্যমালা / ১৯৮৬     ।।  জীবনবাদী রবীন্দ্রনাথ / আ.ন.ম. বজলুর রশিদ / নলেজ হোম / ১৯৭২    ।।  দুর্বলতায় রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ / আবদুল্লাহ আবু সায়িদ / মুক্তধারা / ১৯৭৬      ।। ধ্যানী রবীন্দ্রনাথ / যোগেশচন্দ্র সিংহ / চট্টগ্রাম / ১৯৭২     ।।  পদ্মাপারের সেই গাল্পিক জাদুকর / আহমদ রফিক / রূপম / ১৯৭৮      ।।  বিপরীত স্রোতে রবীন্দ্রনাথ / আহমেদ হুমায়ুন / নওরোজ কিতাবিস্তান /  ?    ।। বৃত্তাবদ্ধ রবীন্দ্রনাথ / সফিউদ্দিন আহমদ / মুক্তধারা / ১৯৭৬   ।।  মধুসূদন- রবীন্দ্রনাথ / মোহাম্মদ মাহফুজুল্লাহ / স্টুডেন্ট ওয়েজ /  ১৩৭৪      ।।  মাইকেল , রবীন্দ্রনাথ ও অন্যান্য / রফিকুল্লাহ খান / বাংলা একাডেমি / ১৯৮৫    ।।  মাতৃভাষার সপক্ষে রবীন্দ্রনাথ / মুহাম্মদ হাবিবুর রহমান / বাংলা একাডেমি / ১৯৮৩    ।।     মৃত্যুচিন্তা  রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা  /  হায়াৎ মামুদ / সাহিত্যিকা  / ১৯৬৮     ।।  রবি পরিক্রমা  / মোফাজ্জল হায়দার চৌধুরী  / কোয়ালিটি পাবলিশার্স / ১৯৬৩    ।। রবীন্দ্রনাথ : উপমা ও প্রতীক / আহমদ কবির / মর্ণমিছিল / ১৯৭৪   ।।  রবীন্দ্র চেতনা  / মোহাম্মদ মনিরুজ্জামান / বাংলা একাডেমি  / ১৯৮৪     ।।   রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা ১ম খণ্ড /  আনোয়ার পাশা  / স্টুডেন্ট ওয়েজ /  ১৩৭৬    ।।  ওই , ২য় খণ্ড /  ওই / বাংলা একাডেমি / ১৯৭৮     ।। রবীন্দ্র ছোটগল্পে সমাজ ও স্বদেশ চেতনা / মুহম্মদ মজিরুদ্দিন / সিটি লাইব্রেরি  / ১৯৭৮         ।।   রবীন্দ্রনাথ  / আ.ন.ম. বজলুর রশিদ / প্রেসিডেন্সি লাইব্রেরি / ১৩৬৮    ।।   রবীন্দ্রনাথ  / আনিসুজ্জামান সম্পাদিত  / স্টুডেন্ট ওয়েজ / ১৩৭৫    ।।  রবীন্দ্রনাথ  / হায়াৎ মামুদ /  বাংলাদেশ শিশু একাডেমি /  ?   ।।   রবীন্দ্রনাথ ও সোনার তরীর যুগ / মনোয়ারা হাদি /  দিদার পাবলিশিং / ১৯৬৯    ।।  রবীন্দ্রনাথ : কাব্যবিচারের ভূমিকা / সৈয়দ আলি আহসান / আহমদ পাবলিশিং / ১৯৭৪    ।।   রবীন্দ্রনাথ : কিশোর জীবনী  / হায়াৎ মামুদ / মুক্তধারা / ১৯৮৫    ।।  রবীন্দ্রনাথের উপন্যাস : চেতনালোক ও শিল্পরূপ / সৈয়দ আকরম হোসেন / ঢাকা বিশ্ববিদ্যালয় / ১৩৮৮     ।। রবীন্দ্রনাথের উপন্যাস :দেশ কাল ও শিল্পরূপ  / সৈয়দ আকরম হোসেন / ওই / ১৯৬৯  ।।    রবীন্দ্রনাথের  একগুচ্ছ পত্র / ভুঁইয়া ইকবাল । বাংলা একাডেমি / ১৯৮৫   ।।রবীন্দ্রনাথের গদ্য কবিতা : চেতনা ও চিত্রকর  / সিদ্দিকা মাহমুদা  / মুক্তধারা / ১৯৮১   ।।  রবীন্দ্রনাথের গল্প /  ড. সত্যপ্রসাদ সেনগুপ্ত  / মুক্তধারা / ১৯৭৮    ।।    রবীন্দ্রনাথের চিত্রা  / আবুল কাশেম চৌধুরী সম্পাদিত /  বি জে প্রেস  অ্যাণ্ড পাবলিকেশন  / ১৯৭৭     ।।    রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারা / আবু জাফর / চট্টগ্রাম বইঘর / ১৯৮৫    ।।রবীন্দ্রনাথের  রূপক সাংকেতিক নাটক  / মঞ্জুশ্রী চৌধুরী / বাংলা একাডেমি / ১৯৮৩   ।। রবীন্দ্রনাথের  শান্তিনিকেতন / আশরাফ সিদ্দিকি / মুক্তধারা / ১৯৭৪  ।। রবীন্দ্রনাথের শিলাইদহ / আনোয়ারুল করিম / ফোকলোর রিসার্চ ইন্সটিটিুউট / ১৩৮৪    ।। রবীন্দ্রনাথের সোনার তরী  / আসাদুজ্জামান সম্পাদিত / রাজশাহি আঞ্জুমানারা / ১৯৬৮  ।। রবীন্দ্র প্রবন্ধ : রাষ্ট্র ও সমাজচিন্তা / হুমায়ুন আজাদ । বাংলা একাডেমি / ১৯৭৩   ।।  রবীন্দ্র প্রবন্ধে সংজ্ঞা ও পার্থক্যবিচার  /  মহাম্মদ হাবিবুর রহমান /  বাংলা একাডেমি /  ১৯৮৩   ।।  রবীন্দ্র প্রসঙ্গ / আবুল ফজল / মুক্তধারা  / ১৯৭৯  ।।   রবীন্দ্র বিশ্বে পূর্ববঙ্গ : পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা / গোলাম মুরশিদ / বাংলা এখাডেমি   । ১৯৮১    ।।   রবীন্দ্র সংগীতের ভাবসম্পদ / সনজিদা খাতুন  / মুক্তধারা / ১৩৮৮   ।।  সাজাদপুরে রবীন্দ্রনাথ  / বর্ণমিছিল / ১৯৭৪  ।  Folklore and  Nationalism  in Rabindranath Tagore /  A .S. Zahurul Haque / Bangla Academy / 1981 

অগত্যা , অবকাশ , আজাদ , আবাহন , আল-ইসলাহ , ইত্তেফাক , ইমরোজ , উত্তর- অন্বেষা , উত্তারাধিকার , এসো চেয়ে দেখি পৃথ্বী , কণ্ঠস্বর , গণকণ্ঠ , চিত্রবাংলা , চিত্রালী , জনতা , জনপদ , জনান্তিকে, ঝিনুক, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা , দিলরুবা , দীপক , দৈনিক দেশ , দৈনিক পাকিস্তান , দৈনিক বাংলা , দৈনিক স্বদেশ , দ্যুতি , নওবাহার , নজরুল একাডেমি পত্রিকা , নতুন কলম , পয়গাম, পরিক্রম , পরিচয় , পাণ্ডুলিপি , পূবালী , পূর্বদেশ , পূর্বমেঘ , পূর্বাচল, পূর্বাণী , প্রতিভা , বইএর খবর , বক্তব্য , বাংলা একাডেমি পত্রিকা ,  বাংলার বাণী , বিচিত্রা , বেগম , ভাষা সাহিত্যপত্র, মাহে-নও , মেঘনা , মৈত্রী ,  মোহাম্মদী , রোববার , লেখক সংঘ পত্রিকা , লোকায়ত , শিল্পকলা , সওগাত , সংগীত , সংগ্রাম , সংবাদ , সচিত্র বাংলাদেশ , সচিত্র সন্ধানী , সচিত্র স্বদেশ , সবার পত্রিকা , সমকাল , সাম্প্রতিক, সাহিত্যপত্র , সাহিত্য পত্রিকা , সাহিত্যিকী , সৈনিক , সোনার বাংলা , স্বদেশ পত্রিকায় রবীন্দ্রনাথ সম্বন্ধে যে সব প্রবন্ধ প্রকাশিত হয়েছিল তার তালিকা আছে  ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা’ বইটিতে ল

কালানুযায়ী প্রবন্ধের সংখ্যা :

১৩৫৪  –১ টি  /  ১৩৫৬ –৭ টি  /  ১৩৫৭ –৫ টি  / ১৩৫৮  – ৫ টি  /  ১৩৫৯  –৬ টি  / ১৩৬০  -৩ টি  / ১৩৬১ —  ১০ টি   / ১৩৬২  — ১২ টি , ১৩৬৩—৬ টি  /  ১৩৬৪ – ৯ টি   /  ১৩৬৫  — ২০ টি   / ১৩৬৬  – ১৬ টি   /  ১৩৬৭  — ২১ টি ,  / ১৩৬৮  – ৯৫ টি   /  ১৩৬৯ – ২৮ টি   / ১৩৭০  -১৫ টি , / ১৩৭১  — ৯ টি   / ১৩৭২ –২৫ টি   / ১৩৭৩ – ১৭ টি   / ১৩৭৪  –৩৪ টি  / ১৩৭৫ – ২১ টি  /  ১৩৭৬—৬৫ টি    /  ১৩৭৭  –৫৬ টি   / ১৩৭৮  – ৩ টি     /  ১৩৭৯  – ১১৬ টি    / ১৩৮০  — ১৩৭ টি  /  ১৩৮১  – ৯৭ টি   /  ১৩৮২  – ৩৯ টি   /  ১৩৮৩  -২৪ টি   /    ১৩৮৪  — ৪১ টি  / ১৩৮৫  -৫৬ টি   /  ১৩৮৬  – ৫৩ টি   /  ১৩৮৭  -৫১  টি   /   ১৩৮৮ —৪৬ টি    /  ১৩৮৯  –৫০ টি   /  ১৩৯০  –৪১ টি   /  ১৩৯১ – ২৯ টি   /  ১৩৯২ –৫১ টি । সংযোজনে আরও ৮১ টি প্রবন্ধের উল্লেখ আছে ।

বর্তমান বইএর বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন কিছু প্রবন্ধ ও তার লেখকের নাম উদ্ধৃত করা হল  :

১]  অবহেলিত রবীন্দ্রনাথ / মাসুদ রেজা /  সাপ্তাহিক রোববার / ১৩৮৮

২] অসহযোগ আন্দোলন : রবীন্দ্রনাথের দৃষ্টিতে  / আতাউর রহমান / দৈনিক বার্তা / ১৩৯০

৩]  অস্পৃশ্যতা ও রবীন্দ্রনাথ  / সরোচিষ সরকার  /  ত্রৈমাসিক বাংলা একাডেমি পত্রিকা / ১৩৯২

৪]  আধুনিক বাংলা কবিতায় গণচেতনা : রবীন্দ্রনাথ / আবু জাফর / দৈনিক জনপদ / ১৯৭৪

৫] আন্তর্জাতিকতাবাদী রবীন্দ্রনাথ  / হোসেন উদ্দিন হোসেন / দৈনিক বাংলা / ১৩৮৫

৬] আবহমান বাংলার রবীন্দ্রনাথ ও সাম্প্রদায়িক সম্প্রীতির  প্রেক্ষিত / অহিদুর রহমান / দৈনিক ইত্তেফাক  / ১৩৭৯

৭] আমাদের রবীন্দ্রচর্চা প্রসঙ্গে / আসাদ চৌধুরী  / দৈনিক বার্তা / ১৯৮২

৮]আমাদের রবীন্দ্রপ্রীতি ও রবীন্দ্রচর্চা / মল্লিনাথ / দৈনিক পূর্বদেশ / ১৯৭৫

৯] আমাদের সংগ্রাম ও রবীন্দ্রনাথ / অসিয়ুজ্জামান চৌধুরী / দৈনিক আজাদ / ১৯৭২

১০]আমাদের স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্র কবিতার প্রেরণা / আবু বকর সিদ্দিকি / দৈনিক বাংলা / ১৯৭২

১১]  ইকবাল ও রবীন্দ্রনাথ / মোহাম্মদ ফজলুর রহমান / দৈনিক পয়গাম / ১৯৭০

১২] ইসলাম ও রবীন্দ্রনাথ / গোলাম মোস্তফা / দৈনিক সংবাদ / ১৩৬৮

১৩] একদা বিড়ম্বিত রবীন্দ্রনাথ / মুহাম্মদ জাহাঙ্গির / দৈনিক বাংলা / ১৯৭২

১৪] একবাল ও রবীন্দ্রনাথ / আমিনুল ইসলাম চৌধুরী / মাসিক মোহাম্মদী / ১৩৬৩

১৫] ঐতিহাসিক দায়িত্ব পালনে রবীন্দ্রনাথ / মনসুর মুসা / চিরকুট / ১৩৭৪

১৬ ] কবির পল্লি পুনর্গঠন উদযোগ / গোলাম মুরশিদ / দৈনিক সংবাদ / ১৯৬৭

১৭] কবির স্বপ্ন : দ্বিতীব দর্শন / আশরাফ সিদ্দিকি / দৈনিক ইত্তেফাক / ১৯৭৮

১৮]’কালান্তরের’ রবীন্দ্রনাথ / আবদুল মতিন / দৈনিক সংবাদ / ১৩৬৯

১৯]কুচক্রীদের ধূম্রজাল / আবদুল মান্নান  / দৈনিক সংবাদ / ১৩৬৮

২০] কুৎসার বিরুদ্ধে / আবু বকর / দৈনিক সংবাদ / ১৩৬৮

২১]গণ অধিকারে রবীন্দ্রনাথ  / নরেন বিশ্বাস / দৈনিক পূর্বদেশ / ১৯৭৩

২২]  গণ-বিষয়ক প্রসঙ্গ , রবীন্দ্রনাথ / জুলফিকার মতিন / ত্রৈমাসিক কণ্ঠস্বর / ১৯৭৪

২৩] গল্পগুচ্ছের মুসলিম চরিত্র / মোহাম্মদ মনিরুজ্জামান / মাসিক সমকাল / ১৩৬৮

২৪] গল্পগুচ্ছের রবীন্দ্রমানস ও পূর্ব পাকিস্তান / আবু হেনা মোস্তফা কামাল  / ষান্মাসিক সাহিত্যিকী / ১৩৭২

২৫] গুলিবিদ্ধ রবীন্দ্রনাথ / আবদুল মালেক / দৈনিক সংবাদ / ১৯৭২

২৬ ] চিন্তার একাত্মকতা : ইকবাল , রবীন্দ্রনাথ ও নজরুল  / মোহাম্মদ মোদাব্বের  / মাসিক সমকাল / ১৩৮৩

২৭] জনগণের কবি রবীন্দ্রনাথ / মুহম্মদ সিরাজ / দৈনিক সংবাদ / ১৩৭৪

২৮] জাতীয়তাবাদ , ফ্যাসিবাদ , সন্ত্রাসবাদ ও গণতন্ত্র সম্বন্ধে রবীন্দ্রনাথ শামসুজ্জামান খান / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

২৯] ঢাকা বিশ্ববিদ্যালয়ে  রবীন্দ্রনাথ / শামিম আখতার / সাপ্তাহিক সচিত্র সন্ধানী /  ১৯৭৮

৩০] ঢাকায় রবীন্দ্র সংগীত চর্চা / রফিকুল ইসলাম / সাপ্তাহিক রোববার / সাপ্তাহিক সচিত্র সন্ধানী / ১৩৮৭

৩১]  দুঃসাহসিকতা ও রবীন্দ্রনাথ  / এম. আলাউদ্দিন / দৈনিক গণকণ্ঠ / ১৩৮৯

৩২]  দুর্বলতায় রবীন্দ্রনাথ / আবদুল্লাহ আবু সায়িদ / কণ্ঠস্বর / ১৯৬৬

৩৩] ধর্মীয় গোঁড়ামি ও রবীন্দ্রনাথ / এস. এম. মুরশেদ / দৈনিক সংবাদ

৩৪] নিশিদিন ভরসা রাখিস হবেই হবে / ড. মযহারুল ইসলাম / দৈনিক বাংলার বাণী / ১৩৭৯

৩৫] পাকিস্তানে রবীন্দ্রবিরোধী ষড়যন্ত্র ও তার প্রতিরোধ আন্দোলন  / রফিকুল ইসলাম / দৈনিক বাংলার বাণী ও দৈনিক পূর্বদেশ / ১৩৭৯

৩৬] পাকিস্তানের রবীন্দ্রনাথ বনাম বাংলাদেশের রবীন্দ্রনাথ / আবদুল মতিন / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

৩৭] পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা : দ্বিতীয় উপসংহার / গোলাম মুরশিদ / দৈনিক সংবাদ / ১৯৮২

৩৮] প্রতিক্রিয়াবিরোধী রবীন্দ্রনাথ / লায়লা সামাদ / মাসিক সওগাত / ১৩৫৮

৩৯] ফিউডাল কবি রবীন্দ্রনাথ  : প্রাসঙ্গিক ভাবনা  / দীপক দাস  / দৈনিক বার্তা / ১৯৭৯

৪০]  বস্তুবাদী রবীন্দ্রনাথ / এ. কে. এস. নূর মোহাম্মদ /  মাসিক আল-ইসলাহ / ১৩৫৬

৪১] বাংলাদেশ ও রবীন্দ্র বিচার / আকরম হোসেন / দৈনিক বাংলা / ১৯৭২

৪২] বাংলাদেশের আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুর / খালেদা এদিব চৌধুরী / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

৪৩]  বাংলাদেশে রবীন্দ্রচর্চা / শফিউল আলম / দৈনিক ইত্তেফাক / ১৯৭৩

৪৪] বাংলাদেশে রবীন্দ্রবিতর্ক ও তার কিছু টীকাভাষ্য / শামসুজ্জামান খান / মাসিক উত্তরাধিকার / ১৯৭৪

৪৫] বাংলাদেশে  রবীন্দ্র সাহিত্য আলোচনা /রফিকুল ইসলাম / ত্রৈমাসিক বইএর খবর / ১৯৮০

৪৬] বিপ্লবী রবীন্দ্রনাথ / ফেরদৌসি নাজির / দৈনিক ইত্তেফাক / ১৩৬৫

৪৭]   বিপ্লবী রবীন্দ্রনাথ / যতীন সরকার / সাপ্তাহিক চিত্রালী / ১৯৬৯

৪৮] বিপ্লবী শ্রমিকশ্রেণির  দৃষ্টিতে রবীন্দ্রনাথ  / চিরন্দীপ / দৈনিক সংবাদ / ১৯৭২

৪৯]বৈপ্লবিক সত্তায় রবীন্দ্রনাথ / সফিউদ্দিন আহমদ / দৈনিক পূর্বদেশ / ১৯৭৩

৫০] ব্যবসার আড়ালে রবীন্দ্রনাথ / পারিজাত নজুনদার / দৈনিক বার্তা / ১৯৭৭

৫১] ভক্তিময় দাশগুপ্ত ও ঢাকায় রবীন্দ্রচর্চা / সেলিনা বাহার জামান / দৈনিক সংবাদ / ১৯৮৩

৫২] মুসলমানির গল্প ও রবীন্দ্রমানস / আহমদ শামসুদ্দিন / দৈনিক ইত্তেফাক / ১৯৭০

৫৩] মুসলিম স্বাতন্ত্র্যের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ / আবুল ফজল / মাসিক সমকাল / ১৩৭০

৫৪] রবীন্দ্র আলোকে বাঙালি মুসলিম সমাজ ও সাহিত্য / মুজিবর রহমান / দৈনিক পয়গাম / ১৯৬৬

৫৫]  রবীন্দ্রকাব্যে মানবতা / ভবেশ রায় / দৈনিক স্বদেশ / ১৯৭২

৫৬] রবীন্দ্রকাব্যে শ্রমজীবী মানুষ / মোহাম্মদ সুলতান আলি / ষান্মাসিক  ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা / ১৯৮৫

৫৭] রবীন্দ্রচর্চা ১৩৮০ / আহমেদ হুমায়ুন /দৈনিক সংবাদ / ১৯৭৪

৫৮] রবীন্দ্রচর্চা , সাম্প্রতিক / আবুল আব্বাস / দৈনিক বাংলা / ১৯৭৮

৫৯]  রবীন্দ্রচেতনায় মুসলিম সমাজ ও জীবন / মুহম্মদ মজিরউদ্দিন / ষান্মাসিক ভাষা-সাহিত্যপত্র / ১৩৮৯

৬০] রবীন্দ্রদৃষ্টিতে হিন্দু-মুসলমান সমস্যা / মনসুর মুসা / দৈনিক সংবাদ / ১৯৬৭

৬১] রবীন্দ্র-নজরুল সম্পর্ক / আবদুল কাদির / দৈনিক সংবাদ / ১৯৬৭

৬২] রবীন্দ্রনাথ : আজকের সংগ্রামের পুরোধা , ভবিষ্যৎ সংগ্রামের সাথী / শামসুজ্জামান খান / দৈনিক ইত্তেফাক / ১৯৭২

৬৩]  রবীন্দ্রনাথ ও আমাদের সাংস্কৃতিক বিদ্রোহ / আবু মুসা / দৈনিক পূর্বদেশ / ১৯৭০

৬৪ ] রবীন্দ্রনাথ ও একটি সাম্প্রতিক বিতর্ক / পরিমল দাস / দৈনিক সংবাদ / ১৯৬৮

৬৫]রবীন্দ্রনাথ ও ঘনচেতনা / ফরহাদ খান / দৈনিক বাংলার বাণী / ১৯৭৩

৬৬] রবীন্দ্রনাথ ও পাকিস্তানি / এম. এ. ওয়াহেদ / দৈনিক আজাদ / ১৩৬৮

৬৭] রবীন্দ্রনাথ ও পূর্ব পাকিস্তান / ড. সৈয়দ  সাজ্জাদ হোসেন / মাসিক সমকাল / ১৩৬৮

৬৮] রবীন্দ্রনাথ ও মুসলিম সমাজ / আবুল ফজল / দৈনিক বার্তা / ১৯৮৩

৬৯] রবীন্দ্রনাথ ও লালনশাহ / আনোয়ারুল করিম / মাসিক সওগাত / ১৩৭২

৭০] রবীন্দ্রনাথ ও হিন্দু জাতীয়তাবাদ /  আবু ফতেমা মোহাম্মদ ইসহাক / দৈনিক পয়গাম / ১৯৬৭

৭১]  রবীন্দ্রনাথ বুর্জোয়া নন / আল-মুজাহিদি / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

৭২] রবীন্দ্রনাথের প্রগতিশীলতা ও প্রতিক্রিয়াশীলতা / আবু জাবের / ত্রৈমাসিক সাহিত্যপত্র /১৯৮৫

৭৩] রবীন্দ্রনাথের মুসলিম প্রীতি / মোহাম্মদ জিয়াউল হক / দৈনিক আজাদ / ১৯৭৩

৭৪] রবীন্দ্র বিতর্ক / হাসান ইমাম / দৈনিক পূর্বদেশ / ১৯৭৩

৭৫] রবীন্দ্র বিরোধিতা : একটি ভূমিকা / মুহম্মদ আবদুল হাফিজ / ত্রৈমাসিক উত্তর-অন্বেষা / ১৩৭৬

 ৭৬]রবীন্দ্র শতবার্ষিকী ও পূর্ব পাকিস্তান / গোলাম সাদেক চৌধুরী / দৈনিক আজাদ / ১৩৬৮

৭৭] রবীন্দ্র সংগীত ও সনজিদা খাতুন / জিল্লুর রহমান সিদ্দিকি / দৈনিক সংবাদ / ১৯৮১

৭৮] রাজনৈতিক রবীন্দ্রনাথ / শামসুল আলম / দৈনিক সংগ্রাম / ১৯৭০

৭৯] সর্বহারার কবি রবীন্দ্রনাথ / সৈয়দ  আজাদ আলি / মাসিক আল-ইসলাহ / ১৩৫৬

৮০]  সাহিত্য সম্মেলন :কাগমারি ও রবীন্দ্রনাথ  / নুরুদ্দিন মাহমুদ / দৈনিক আজাদ / ১৩৬৮

৮১] স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথ / স্মৃতিকণা ভৌমিক / মাসিক দিলরুবা / ১৩৬৫  

২.

১৯৪৭ থেকে ১৯৮৬ পর্যন্ত বাংলাদেশে  রবীন্দ্রবিষয়ক বই ও প্রবন্ধের তালিকা আমরা পেশ করেছি । পরবর্তীকালে , বিশেষ করে ২০১১ সাল থেকে রবীন্দ্রবিষয়ক বই ও প্রবন্ধ প্রচুর পরিমাণে প্রকাশিত হয় বাংলাদেশে । একজন প্রকাশক ( মূর্ধন্য) তো ২০১২ সালে   ১০০-র বেশি রবীন্দ্রবিষয়ক বই প্রকাশ করেছিলেন । এই কালপর্বে প্রকাশিত বইএর একটি অসম্পূর্ণ  তালিকা আমরা তুলে ধরলাম :

উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ / মোহাম্মদ আজম / আদর্শ    ।।  দক্ষিণে সূর্যোদয় : ইস্পানো-আমেরিকায় রবীন্দ্রচর্চার সংক্ষিপ্ত ইতিহাস / রাজু আলাউদ্দিন / অবসর     ।।  বিচিত্র ও দুরবগাহ রবীন্দ্রপ্রতিভা  /  আনু মাহমুদ / সাহিত্যকথা     ।।  রবীন্দ্রনাথের সচিত্র বনবাণী  / মোকাররম হোসেন /  অনিন্দ্য       ।।   রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ : তত্ত্ব ও প্রয়োগ  / সরওয়ার মুর্শেদ / ঝিনুক   ।।  রবীন্দ্রনাথ /  আবদুল মান্নান সৈয়দ / অবসর   ।।  রবীন্দ্রনাথ : শ্রেণিদৃষ্টিকোণ থেকে  / হায়দার আকবর খান বনো   ।। রবীন্দ্রনাথের নারী ভাবনা / গোলাম মুরশিদ / অবসর     ।। রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ : পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা  / গোলাম মুরশিদ /  বাংলা একাডেমি     ।।দুর্ভাবনা  ও ভাবনা  রবীন্দ্রনাথকে নিয়ে  / আকবর আলি খান  /  প্রথমা   ।।  ঠাকুরের মাৎস্যন্যায়  / সলিমুল্লাহ খান  / মধুপোক   ।। রবীন্দ্রমানস ও সৃষ্টিকর্মে পূর্ববঙ্গ  / গোলাম মুরশিদ  /  অবসর    ।।   অনন্য রবীন্দ্রনাথ  / হোসেন উদ্দিন  / কথাপ্রকাশ    ।।  রবীন্দ্রনাথ : মানুষটি  / সাযযাদ কাদির  / মূর্ধন্য    ।। রবীন্দ্রনাথ : কৌতুকনাট্য / আহমেদ আমিনুল ইসলাম  /  মূর্ধন্য     ।।   রবীন্দ্রনাথ ঠাকুর  / আহমেদ  মাওলা /  ভাষাপ্রকাশ  ।।    রবীন্দ্রনাথ  : চিত্রকর  / মাহমুদ আল জামাল       ।।  ছন্দশিল্প : রবীন্দ্রনাথ  / মুজিবুল হক কবীর / পুঁথিনিলয়     ।।  রবীন্দ্রনাথ  : ‘শ্যামলী’  /  শাহনাজ মুন্নী  / মূর্ধন্য   ।।   আমার রবীন্দ্রনাথ  / আজহারুল হক ফরাজি / অনিন্দ্য      ।। রবীন্দ্রনাথ  : ‘গোরা’  / তানভির আহমেদ  সিডনি /        মূর্ধন্য     ।।  রবীন্দ্রনাথ  : ‘অচলায়তন’  / লুৎফর রহমান  / মূর্ধন্য  ।।  অন্তরালের রবীন্দ্রনাথ / অমিতাভ বিশ্বাস  /  অনিনদ্যপ্রকাশ   ।।  রবীন্দ্রনাট্য বীক্ষণ ও মানবমুক্তি  প্রসঙ্গ  / আহমেদ আমিনুল ইসলাম   / ভাষাচিত্র 

রবীন্দ্রনাথ : প্রেমের গান  / মুস্তাফা জামান আব্বাসী  / নন্দিতাপ্রকাশ     ।।  রবীন্দ্রনাথ : ‘চারঅধ্যায়’  / শান্তনু কায়সার  / মূর্ধন্য    ।।  রবীন্দ্রনাথ  :  ইংরেজি  শেখানো  / সুব্রতকুমার দাস  / মূর্ধন্য   ।।  রবীন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ   / মাহবুবুল হক /  মূর্ধন্য     ।।  রবীন্দ্রনাথ  : ‘মানুষের ধর্ম’   /  শিহাব সরকার  / মূর্ধন্য     ।।    তিরিশে কবিদের কাছে রবীন্দ্রনাথের চিঠি  /  মামুনুর রহমান  /  সমাচার  ।।  রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলাল রায়  / মাসুদ রহমান  / মূর্ধন্য   ।।  রবীন্দ্রনাথ  : মুসলমান চিন্তা  / শামসুল আলম সাইদ  / দ্য ইউনিভার্সাল একাডেমি    ।।   রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের মতোই  / সিরাজুল ইসলাম চৌধুরী  / জাগৃতি    ।।  রবীন্দ্রনাথ  এবং স্পিনোজা , আইনস্টাইন ও রবীন্দ্রনাথের ঈশ্বর  /  ভুঁইয়া সফিকুল ইসলাম  /  জাগৃতি    ।। রবীন্দ্রনাথের  জাপান , জাপানে রবীন্দ্রনাথ  /  মনজুরুল হক  / প্রথমা     ।।  রবীন্দ্রনাথের চিত্রশিল্প  / আহমদ রফিক  / অনিন্দ্যপ্রকাশ    ।।   রবীন্দ্রনাথ ও লালন / আবুল আহসান চৌধুরী   ।  মূর্ধন্য  

রবীন্দ্রনাথের সেই কলম  / রফিকুল ইসলাম প্রিন্স / নোলক    ।।   রবীন্দ্রনাথ  ঠাকুর  / বদিউর রহমান / কথাপ্রকাশ      ।।  রবীন্দ্রনাথের স্বদেশ সংগীত  / সাবরিনা আক্তার টিনা  / বাংলানামা    ।। রবীন্দ্রনাথের চাকর-বাকর  /  এস. এম. আফজাল হোসেন  / অনুপ্রাণন   ।।  রবীন্দ্রনাথের জীবনে নারী  /  আরেফিন বাদল পলল      ।।  রবীন্দ্রনাথের ভাঙা গান  /  আহমেদ  রেজা  / নৈঋতা কাফে ।।  বৃষ্টির ভেতরে রবীন্দ্রনাথ  / আনোয়ারা  সৈয়দ হক  /  পাঠক সমাবেশ     ।।  এক মোড়কে রবীন্দ্রনাথ  / সৈয়দ মাজহারুল পারভেজ  /  হাসি     ।।   বিচিত্র বিভায় রবীন্দ্রনাথ  /  বেলাল বাঙালি  / গণপ্রকাশন  ।।    সিলেটে রবীন্দ্রনাথ  / ঊষারঞ্জন ভট্টাচার্য   / বাতিঘর    ।।  রবীন্দ্রনাথ  : রঙ্গ রসিকতা  / তিতাশ চৌধুরী  / মূর্ধন্য     ।।  রবীন্দ্রনাথ  : দেশে ভাষণ  / হাসান হাফিজ  / মূর্ধন্য    ।।   রবীন্দ্রনাথ : গ্রামের ছবি  / শুভাশিস সিনহা  / মূর্ধন্য    ।।   শেক্সপীয়ারের বাড়িতে  রবীন্দ্রনাথ  /  মীযান রহমান  / আবির   ।।   রবীন্দ্রনাথ যশোরের জামাইবাবু  /  মুহা. আবুল কালাম আজাদ  / তৃণলতা প্রকাশ

বহুমাত্রিক রবীন্দ্রনাথ  / হাসান হাফিজ  / অনিন্দ্যপ্রকাশ     ।।  বহুমাত্রিক রবীন্দ্রনাথ  /  আহমদ রফিক  । অনিন্দ্যপ্রকাশ    ।।  গ্রামোন্নয়নে রবীন্দ্রনাথ  /   হাসনাত আবদুল হাই  / বাংলা একাডেমি  ।।  রবীন্দ্রনাথ : একালের চোখে  / আনিসুজ্জামান  / সন্ধানী   ।।         রবীন্দ্রনাথ  / আনিসুজ্জামান  / অবসর    ।।  রবীন্দ্রনাথ থেকে শহিদুল  জহির  /  লেখালেখি    ।।  আবদুল মান্নান সৈয়দ    ।।  রবীন্দ্রনাথ  / আবদুল মান্নান  সৈয়দ  / অবসর     ।।  গ্রামোন্নয়নে রবীন্দ্রনাথ   /  শেখর দত্ত  / মূর্ধন্য ।। রবীন্দ্রনাথ : ‘নবজাতক  / মিল্টন বিশ্বাস  /মূর্ধন্য     ।।  ফোকলোরিক রবীন্দ্রনাথ  / বেলাল হোসেন  / শোভাপ্রকাশ     ।।  মরণচাঁদের রবীন্দ্রনাথ   / নুরুদ্দিন জাহাঙ্গীর   / আগামী      ।।  মহাজীবন রবীন্দ্রনাথ  / মাহমুদুল্লাহ  /  সাহিত্যমালা     ।।   রবীন্দ্রনাথ : ‘জন্মদিনে’  / শামীম আজাদ  / মূর্ধন্য  ।।  রবীন্দ্রনাথ   :  নদীগুলো  / মাকিদ হায়দার  / মূর্ধন্য     ।।  রবীন্দ্রনাথ  :  শিল্পভাবনা  /  বোরহানউদ্দিন  খান জাহাঙ্গীর   /  মূর্ধন্য     ।।   রবীন্দ্রনাথ  ঠাকুর  / বদিউর রহমান  / কথাপ্রকাশ    ।।  রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা  / বোরহানউদ্দিন  /  মধ্যমা       ।।     স্বাদিত রবীন্দ্রনাথ  / সৈয়দ শামসুল হক  / নবযুগ   ।।  রবীন্দ্রনাথ  : ‘মহুয়া’  / সিদ্দিকা মাহমুদ  / মুর্ধন্য      ।।  চিত্রাপ্রেমে রবীন্দ্রনাথ  / আবদুল্লাহ জাহিদ  / ভাষাচিত্র      ।।  রবীন্দ্রনাথ   /   রাজু আলাউদ্দিন  / সংহতি     ।।  রবীন্দ্রনাথ  অনন্য অন্যত্র   /  সাদ কামালি  /  অভিযান      ।।  শ্রীভূমির রবীন্দ্রনাথ  /  জফির সেতু  / নাগরী ।।   রবীন্দ্রনাথ  : বিজ্ঞানমনস্কতা / তপন চক্রবর্তী    /  মূর্ধন্য    ।।   রবীন্দ্রনাথ  : ‘প্রহাসিনী’  / শেখ রজিকুল ইসলাম  /  মূর্ধন্য    ।।   রবীন্দ্রনাথ  : আত্মপ্রতিকৃতি  /  আবুল মনসুর  । মূর্ধন্য ।।  রবীন্দ্র ভাবনা / আহমদ শরীফ / সময় প্রকাশন 

নো নেশন এবং রবীন্দ্রনাথের রাজনীতি  / স্বপন  পাল  / ভাষাচিত্র    ।।   জগদীশ বসুর কাছে রবীন্দ্রনাথের  চিঠি  / মামুনুর রহমান  / সমাচার  ।।   কালজয়ী  রবীন্দ্রনাথ  / মুহাম্মদ মিজানুর রহমান /  পুঁথিনিলয়   ।। রবীন্দ্রনাথ  বিচিত্রের দূত   / কামরুল  ইসলাম / ধ্রুবপদ       ।।  আমার রবীন্দ্রনাথ  / হাসান  আজিজুল হক  / ইত্যাদি গ্রন্থপ্রকাশ    ।।  কবিগুরু রবীন্দ্রনাথ  / সৈয়দ নজমুল আবদাল  / পাঞ্জেরি    ।।   রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান কবিতা  / হুমায়ুন আজাদ  (স.)  / আগামী   ।।  সভ্যতার সংকট ও রবীন্দ্রনাথ  / মুহাম্মদ হাবিবুর রহমান   /  অনন্যা     ।।    রবীন্দ্রনাথ : ভাষাচিন্তা  / মুহাম্মদ  হাবিবুর রহমান  / মূর্ধন্য    ।।  রবীন্দ্রনাথ কেন জরুরি  /  সিরাজুল ইসলাম চৌধুরী  /  অবসর   ।।  আমার রবীন্দ্রনাথ   / কবীর চৌধুরী  / মাওলা ব্রাদার্স    ।। রবীন্দ্র বিবাহকথা  / সাদ কামালী   / মূর্ধন্য ।। রবীন্দ্রনাথ  : চলচ্চিত্র  /  মূর্ধন্য   ।।  রবীন্দ্রনাথ  : গীতিনাট্য  / সানোয়ার হোসেন      ।।  ভ্রামণিক রবীন্দ্রনাথ  / পুঁথিনিলয়     ।।   রবীন্দ্রনাথ  : ‘রাজা’  / জাকির তালুকদার  / মূর্ধন্য   ।। নিহত রবীন্দ্রনাথ /  রাজীব সরকার   / অনুপম   ।।  রবীন্দ্রনাথ  : ‘ক্ষণিকা’  / সরকার আমিন  / মূর্ধন্য   ।।  আত্মজৈবনিক  রবীন্দ্রনাথ  / বেগম আকতার কামাল  / অবসর     ।।  পরম্পরাহীন রবীন্দ্রনাথ   / আবদুশ শাকুর  / মাওলা  ব্রাদার্স     ।।  রবীন্দ্রনাথ  : আন্তর্জাতিকতাবাদ  / কবীর চৌধুরী  / মূর্ধন্য  

আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও রবীন্দ্রনাথ  / বিশ্বজিৎ ঘোষ  / আগামী     ।।  নানা আলোয় রবীন্দ্রনাথ  / আহমদ রফিক  / অনিন্দ্যপ্রকাশ    ।।  রক্তের দাগ মুছে রবীন্দ্রপাঠ   / ফরহাদ মজহার  / আগামী    ।।  পূর্ণ  ছবির মগ্নতা  / সেলিনা হোসেন  / আনন্দ পাবলিশার্স     ।। এক  প্রাচ্যচিত্তে প্রতীচ্য প্রতীতি   / মুহাম্মদ  হাবিবুর রহমান   / অনুপম    ।।  রবীন্দ্রবিদূষণ ও অন্যান্য প্রসঙ্গ  / মুহাম্মদ জমির  হোসেন  / অয়ন      ।।   রবীন্দ্রনাথের প্রথম আশ্রম শিলাইদহ  / আহসানুল কবির  / অর্পিতা      ।।  বিশ্বকবির সোনার বাংলা  / সালাম আজাদ  / আফসার ব্রাদার্স    ।। রবীন্দ্রনাথের নোবেল ভাষণ  / রতন সিদ্দিকী  ।। রবীন্দ্র দর্শন : সংশয় ও সমন্বয়  /  সিদ্ধার্থশংকর জোয়ার্দার  / জাতীয় সাহিত্য প্রকাশ   ।। রবীন্দ্রনাথের দর্শনচিন্তা –বঙ্গবিদ্যা গ্রন্থমালা  / সন্দীপ পাল / ওই     ।।  আমার রবীন্দ্র অবলোকন  / যতীন সরকার  / ওই     ।।  রম্য রবীন্দ্রনাথ  / আলম তালুকদার / ওই   ।।  বহুমাত্রিক রবীন্দ্রনাথ  / সুরঞ্জন মিদ্দে  / ওই     ।।  রবীন্দ্রনাথ  : অভিন্ন ভাবনার ভিন্ন উপস্থাপন  / ওই    

রবীন্দ্রনাথ : পদ্মা ও অন্যান্য  / রেজাউর রহমান  / আত্মপ্রকাশ      ।।  দিনযাপনের ভূগোলে রবীন্দ্রনাথ  / হায়াত মামুদ  / অবসর     ।।  তর্ক তদন্তে পাওয়া রবীন্দ্রনাথ  / শামসুজ্জামান খান ।। রবীন্দ্রনাথ  : অন্য আলোয়  / শফিউল হাসান    /  অনুপম    ।।   রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ /  আহমদ রফিক  / অনিন্দ্যপ্রকাশ    ।।  রবীন্দ্রনাথ ও আমরা  / আতাহার আলি খান /  অনিন্দ্যপ্রকাশ  ।।   গ্যেয়টে ও রবীন্দ্রনাথ এবং অন্যান্য প্রবন্ধ   / কবীর চৌধুরী  / অন্বেষা    ।।  রবীন্দ্রনাথ , গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার   / আ্হমদ রফিক  / অন্যপ্রকাশ    ।। রবীন্দ্র রাজনীতি  /  সৈয়দ আবুল মকসুদ / আজকাল    ।।  রবীন্দ্রনাথের সমবায় নীতি ও পল্লিপ্রকৃতি  / মুহাম্মদ আসাদুল্লাহ  / আজমাইন পাবলিকেশন্স ।

‘বাংলা দেশে রবীন্দ্রচর্চা নিয়ে কিছু কথা’ নিবন্ধে  আহমদ রফিক বলেছেন যে  রবীন্দ্রবিষয়ক রচনার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে  । এই বৃদ্ধি শুধু সংখ্যাতেই নয় , উৎকর্ষ বিচারেও । রবীন্দ্রসাহিত্যের চর্চায় যেমন বৈচিত্র্যের প্রকাশ ঘটেছে , তেমনি মননশীলতার পরিচয়ও পরিস্ফুট হয়েছে । প্রাধান্য লাভ করেছে ভক্তির চেয়ে যুক্তি । রবীন্দ্রসৃষ্টির পাশাপাশি  ব্যক্তি রবীন্দ্রনাথকেও নানা দিক থেকে  মূল্যায়নের চেষ্টা শুরু হয়েছে ।

এ রকম মূল্যায়ন করতে গিয়ে আহমদ শরীফ লিখলেন ‘রবীন্দ্রোত্তর তৃতীয় প্রজন্মে রবীন্দ্র মূল্যায়ন’ নামে একটি প্রবন্ধ  । সে  প্রবন্ধে তিনি রবীন্দ্রনাথের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উথ্থাপন করলেন । যেমন :  তাঁর রচনায় এমন কিছু নেই যা পাশ্চাত্য চিন্তা ও সংস্কৃতিতে ছিল না  , তিনি উপনিষদের ভুল ব্যাখ্যাতা , পৌরাণিক মোহে আচ্ছন্ন  , মুসলমানদের প্রতি বিদ্বিষ্ট ছিলেন ও ইংরেজদের প্রতি ছিল তাঁর অপরিমেয় অনুরাগ ,  তাঁর রচনায় স্থান হয়নি গণমানবের . তিনি জমিদারি উচ্ছেদের বিরোধী ছিলেন , সামন্তবাদের প্রতি তাঁর মোহ ছিল ……… । বলা বাহুল্য বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আহমদ শরীফের সঙ্গে সহমত পোষণ করেন । আবার আহমদ শরীফের  বক্তব্যের প্রতিবাদ করেছেন হা্য়াৎ মামুদ । তিনি শরীফের বক্তব্য খণ্ডন করে বলেছেন যে এ ধরণের সমালোচনা রবীন্দ্রনাথের চরিত্র হনন ছাড়া আর কিছু নয় ।

 আহমদ শরীফের বক্তব্যের প্রতিবাদ করেছেন অনেকে । সৈয়দ শামসুল হক আহমদ শরীফের রচনাটিকে চিহ্নিত করেছেন “ রবীন্দ্রনাথের জন্মের একশো পঁচিশতম বার্ষিকীতে বাংলাদেশে আমাদের সবচেয়ে কলঙ্কিত কাজ” বলে । রবীন্দ্রনাথের প্রতি বিরূপতা এখনও মাঝে মাঝে প্রকাশ পায়, কিন্তু সে বিরূপতা নিছক চরিত্র হনন হলে তার তীব্র প্রতিবাদও হয় । আনিসুজ্জামান তাই বলেছেন , “  এ সব কথার যে ব্যাপক প্রতিবাদ হয় , তা থেকেই কিন্তু বোঝা যায় যে , সাধারণ মানুষের কাছে রবী ন্দ্রনাথের আসনটি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে গড়া । রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষের প্রাক্কালে বাংলাদেশে তার বহুতর প্রকাশ আমরা দেখেছি । “ 

গবেষক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম  এবিনিউজের নওশাদ জামিলের সঙ্গে একটি সাক্ষাৎকারে ( ০৬.০৮. ২০২২) রবীন্দ্রনাথ সম্পর্কে বাংলাদেশে নানা সময়ে বিতর্ক সৃষ্টির ব্যাপারে বলেছেন , ‘সাহিত্যকর্ম নিয়ে বিতর্ক থাকা ভালো , তাতে বোঝা যায় , মনোযোগের কেন্দ্রে আছে সাহিত্য । বিতর্ক যদি হয় জেনে-বুঝে , যাকে আমরা বলি বুদ্ধিবৃত্তিক বিতর্ক , তাহলে তাকে স্বাগত জানানো উচিত । পূবে-পশ্চিমে তাকালে দেখতে পাব কবি-সাহিত্যিক-শিল্পীকে  নিয়ে নিরন্তর বিতর্ক হচ্ছে । শেক্সপীয়ারকে নিয়ে যুগের পর যুগ বিতর্ক হয়েছে ।  তাতে দিনশেষে পাঠকদের উপকার হয় , নতুন করে জানার ও চিন্তার সুযোগ সৃষ্টি হয় । অন্য দিকে  মানুষ যখন না জেনে-বুঝে বিতর্ক করে , তখন সমস্যা তৈরি হতে পারে । এ রকম বিতর্ক উপকারী নয় । এটাই বাংলাদেশে হচ্ছে বলা যায় । রবীন্দ্রনাথকে কতজন গভীরভাবে  পড়েছেন , জেনেছেন , সে প্রশ্ন  থেকে যায় । রবীন্দ্রনাথকে পড়া মানে কয়েক শো থেকে কয়েক হাজার পৃষ্টা পড়া , এ পরিশ্রম অনেকেই করছেন না  । পড়ার গভীরতা  না থাকলে বিতর্কের কোন মানে নেই  ,অর্থ নেই । এটা শুধু কিছু মানুষকে উত্তেজিত    করবে । উত্তেজনা প্রয়োজন বটে , কিন্তু অর্থহীন উত্তেজনা মানুষকে কিছুই দেয় না  । ‘

একই সঙ্গে মনজুরুল ইসলাম রবীন্দ্রনাথের ব্যাপারে রক্ষণশীলদের  ( যাকে কেউ কেউ ‘রবীন্দ্র-মৌলবাদ’ আখ্যা দিয়েছেন )  সম্পর্কে বলেছেন ,’ অতি রক্ষণশীলতা কখনও কখনও ক্ষতির কারণ হতে পারে । এতে নতুন সময়টাকে অনুধাবন করা যায় না  , নতুন চিন্তার বিস্তার ঘটে না , অন্তত তাঁদের ক্ষেত্রে এ কথাটা বলা যায়  । ‘   

৩.

আলোচনা , গবেষণা ও গ্রন্থরচনা ছাড়া বাংলাদেশে রবীন্দ্রচর্চার আর একটি শক্তিশালী মাধ্যম হল রবীন্দ্রসংগীত চর্চা । রবীন্দ্রজন্মশতবর্ষের সময়  যে শতবর্ষ উদযাপন কমিটি তৈরি হয় , তার সঙ্গে যুক্ত ছিলেন  কাজি মোতাহার হোসেন , জসীমুদ্দিন , মনসুর উদ্দিন আহমদ , এম.এ. বারী , সুফিয়া কামাল , ওয়াহিদুল হক , সনজিদা খাতুন , মোখলেসুর রহমান ও শামসুন নাহার রহমান । । পরবর্তীকালে এই উদযাপন কমিটি’ছায়ানট’ নামে একটি সংগঠনের রূপ গ্রহণ করে । ‘ছায়ানট’ নামে আপত্তি ছিল কারও কারও । তাঁরা বৈপ্লবিক কোন নামের পক্ষপাতী ছিলেন । তবে অধিকাংশের মত অনুযায়ী ‘ছায়ানট’ নামটি বহাল থাকে ।

কামাল লোহানী তাঁর ‘রবীন্দ্র-আন্দোলন ও ছায়ানট’ প্রবন্ধে লিখেছেন , “এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে এ দেশে রবীন্দ্রচর্চা , সংগীত শিক্ষা এবং শুদ্ধতার প্রতীক হিসেবে ছায়ানট  সংগীত বিদ্যানিকেতন এখন সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত । বিশাল ছায়ানট ভবন রবীন্দ্র-আন্দোলন এবং শুদ্ধ সংগীত প্রচার ও প্রসারেই কেবল প্রতীক স্তম্ভ হয়ে নয় , নবাগত প্রজন্মকে সৎ ও যথার্থ বাঙালি সংস্কৃতির উত্তরাধিকারে স্নাত করতে চায় বলে ‘নালন্দা’গড়ে তুলেছে । “

রবীন্দ্র সংগীতচর্চায় ছায়ানটের পাশাপাশি কাজ করে চলেছে অনিমেষবিজয় চৌধুরী প্রতিষ্ঠিত শ্রীহট্টের ‘গীতবিতান’ , নাটোরের ‘সুরতীর্থ’ , চট্টগ্রামের ‘সংগীত ভবন’ , ঢাকার ‘বিশ্ববীণা’ , বেগম আখরোজ প্রতিষ্ঠিত ‘বুলবুল ললিত কলা একাডেমি’ সত্যেন সেন প্রতিষ্ঠিত ‘উদীচী’  কলিম শরাফী প্রতিষ্ঠিত ‘জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ‘ । কলিম শরাফী , সনজিদা খাতুন , সুধীন দাস , কাদেরি কিবরিয়া , সাদি মহম্মদ , সাজিদ আকবর , রেজওয়ানা চৌধুরী বন্যা , মিতা হক , পাপিয়া সারওয়ার  , আরা দেওয়ান , শামা আলি , সত্য চক্রবর্তী , আমিনা আহমদ , পীযূষ বড়ুয়া , বুলা মাহমুদ প্রভৃতি রবীন্দ্র সংগীত শিল্পীদের নিরন্তর সাধনায় সমৃদ্ধ হচ্ছে রবীন্দ্র সংগীত ।

তবে রবীন্দ্র সংগীতের বিকৃতির প্রশ্নও এসেছে । রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ এই অভিযোগ করেছেন  । তিনি বলেছেন অযোগ্যদের  হাতে ফিউশনের নামে  রবীন্দ্র সংগীতের বিকৃতি ঘটছে । এই প্রসঙ্গে আসতে পারে মাকসুদুল হকের কথা । ১৯৯০-৯১ সালে তিনি রবীন্দ্র সংগীতে আধুনিক সাউণ্ড সিস্টেম চালু করেন । তাঁর যুক্তি হল : নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে উপস্থাপন করতে গেলে নতুন প্রজন্মের উপযোগী করেই উপস্থাপন করতে হবে । রবীন্দ্রনাথের ‘ভাঙা গান’কে হাতিয়ার করে তিনি বলতে চেয়েছেন যে রবীন্দ্রনাথ অন্যের সংগীতকে ভাঙার স্পর্ধা দেখিয়েছিলেন  ; জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ তারই উদাহরণ । কিন্তু মাকসুদুল হকের প্রচেষ্টা নিষিদ্ধ হয়েছে । তাই তাঁর সমর্থকরা নিষিদ্ধকারীদের ‘রবীন্দ্র- মৌলবাদী’ আখ্যা দিয়েছেন ।

বাংলাদেশি গায়্ক মইনুল আহসান নোবেল কোন যুক্তি ছাড়াই রবীন্দ্রনাথ  ও নজরুলকে উড়িয়ে দিতে চান । তিনি বলেছেন , ‘রবীন্দ্রনাথ -নজরুল তো আর নবী কিংবা  দেবতা না যে তাঁদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না ! রবীন্দ্রনাথকে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি । তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম , সেক্ষেত্রে তাঁর গান এদেশের কেউ যদি প্যারোডি  আকারে গায় , সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক । ‘

রবীন্দ্র সংগীতের সঙ্গে বুলবুল ললিত কলা একাডেমি ও ছায়ানট রবীন্দ্রনাথের নৃত্যনাট্য মঞ্চস্থ করে । ১৯৬১ সালে প্রথম মঞ্চস্থ হয় ‘শ্যামা ‘ ; পরবর্তীকালে মঞ্চস্থ  হয়েছে ‘ চিত্রাঙ্গদা’ , ‘মায়ার খেলা’ , ‘শাপমোচন’ , ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’ , ‘তাসের দেশ’ প্রভৃতি ।

‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের প্রধান অনন্ত হিরা মনে করেন  বাংলাদেশের মঞ্চে যতটা রবীন্দ্রচর্চা হওয়া দরকার তা হচ্ছে না । ‘রক্তকরবী’ , ‘রথের রশি’ , ‘মুক্তধারা’ , ‘বিসর্জন’ প্রভৃতি মঞ্চস্থ হয়েছে ল সার্ধ শতবর্ষে  নাটকের কর্মশালারও আয়োজন করা হয়েছিল ল 

গত শতকের ষাটের দশকে রবীন্দ্রচর্চা আন্দোলনের সময়ে আবৃত্তিচর্চা জনপ্রিয় হয়েছিল । মুনীর চৌধুরী , লিলি চৌধুরী , রফিকুল ইসলাম , সেলিনা বাহার  জামান , কাজি মদিনা , আসাদ চৌধুরী, আতাইর রহমান , মাসুমা খাতুন , সনজিদা খাতুন , জিলুর রহমান , আবেদ খান , ইকবাল বাহার চৌধুরী , নাজিমা মাহমুদ , আনোয়ার হোসেন , আসান আজিজুল হক , আলেয়া ফেরদৌসীর আবৃত্তি মন জয় করেছিল মানুষের । ১৯৮৮ সালে গঠিত হয় আবৃত্তি সমন্বয় পরিষদ । ২০১৩ সালের ১০ ডিসেম্বর  বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে  আবৃত্তি বিভাগের কার্যক্রম শুরু হয় ।

বাংলাদেশের প্রায় সর্বত্র বিপুল সমারোহের সঙ্গে পালিত হয় রবীন্দ্র জন্মদিন । সরকারি প্রতিষ্ঠানগুলির উদ্যোগের পাশাপাশি দাদাভাই কচিকাঁচার মেলা , দোলনচাঁপা সংগীতাঙ্গন , মৈত্রী থিয়েটার গ্রুপ , স্বদেশ নাট্যঙ্গন , আমরা ক’জন থিয়েটার , আবোল তাবোল শিশু সংগঠন , অরণি সাংস্কৃতিক সংসদ , রাজবাড়ি একাডেমি , হুমায়ুন আহমেদ পাঠক ফোরাম , প্রিয়তমাসু আবৃত্তি নিকেতন , আবৃত্তি পরিষদ , সম্মিলিত সাংস্কৃতিক জোট , উদীচী শিল্পী গোষ্ঠী , লালন বাউল একাডেমি , দিব্য নৃত্যকলা, সারগাম সংগীত নিকেতন , মামুন খান সংগীত একাডেমি , দিব্য নাট্যকলা একাডেমি , বাংলাদেশ শিশু একাডেমি , বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন , মঙ্গলনাট , আপন শিল্পী গোষ্ঠী , উদ্ভাস নৃত্যকলা একাডেমি , পঞ্চ ভাস্কর , গহন থিয়েটার , রাজবাড়ি সোশিও কালচারাল ফোরাম , প্রথম আলো বন্ধুসভা , মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ , নজরুল সংগীত পরিষদ , সমকাল সুহৃদ সমাবেশ ,  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ , কালের কণ্ঠ শুভ সংঘ ,  রাজবাড়ি সরকারি কলেজ থিয়েটার , ডাঃ আবুল হোসেন কলেজ থিয়েটার , সাংস্কৃতিক সংঘ , বঙ্গবন্ধু  শিশু কিশোর মেলা , প্রত্যাশা থিয়েটার ,  স্বপ্নচূড়া , রাজবাড়ি থিয়েটার , জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোট , লেখক-পাঠক কেন্দ্র , জয় বাংলা গ্রামীণ গীতিনাট্য দল , বিশ্বভরা প্রাণ , বাংলাদেশ প্রগতি লেখক সংঘ , রাজবাড়ি সাহিত্য পরিষদ প্রভৃতি সংগঠনগুলি রবীন্দ্র জন্মোৎসব পালন করে । জাতীয় রবীন্দ্র  সংগীত উৎসবের মহা সমারোহ দৃষ্টি আকর্ষণ করে ।

রবীন্দ্রপ্রেমিক শেখ হাসিনার সরকার কুষ্টিয়ার শিলাইদহসহ বাংলাদেশে রবীন্দ্রস্মৃতিবিজড়িত স্থানগুলিতে রবীন্দ্র স্মৃতি ও রবীন্দ্রচর্চা কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন । রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যকর্ম সংরক্ষণে  রবীন্দ্র জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে । পাশাপাশি রবীন্দ্র গবেষণায় দেশি ও বিদেশিদের উৎসাহ দেবার জন্য কবিগুরুর নামে পুরস্কার চালু করার কথা ভাবা হচ্ছে । শা্হজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশের ৩৯ নম্বর বিশ্ববিদ্যালয় ।

পরিশেষে একটা কথা বলতে ইচ্ছে করে। পশ্চিমবঙ্গবাসী রবীন্দ্রনাথকে সহজেই পেয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথকে পাবার জন্য বাংলাদেশের মানুষকে লড়াই করতে হয়েছে । তাই রবীন্দ্রনাথকে ঘিরে সে দেশের মানুষের আবেগ অনেক বেশি। আর সে আবেগ তৈরি করতে সাহায্য করেছেন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। শুধু আবেগ নয়, বঙ্গবন্ধু সোনার বাংলায় রবীন্দ্রনাথকে দিয়ে গেছেন রাজনৈতিক প্রতিষ্ঠা। বাংলা ভাষা আর রবীন্দ্রনাথ সমার্থক হয়ে গেছেন।

error: সর্বসত্ব সংরক্ষিত